মুসলিম রীতিতে নায়েল নাসেরকে বিয়ে করলেন বিল গেটসকন্যা

- আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
- / 43
পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম প্রেমিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে দীর্ঘদিনের প্রেমিক নায়েল নাসেরকে মুসলিম রীতি অনুসারে (৩০) বিয়ে করেন জেনিফার। ১৭ অক্টোবর শনিবার বিকেলে এই বহু প্রতীক্ষিত বিয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় তিনশ অতিথি। নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম রীতি অনুসারে জেনিফার-নায়েল বিয়ে করেন বলে একটি বৃটিশ সংবাদমাধ্যম জানিয়েছে। এদিন মেয়ের বিয়ে উপলক্ষে বিবাহ বিচ্ছেদের পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন বিল ও মেলিন্ডা দুজনেই। আর মা-বাবার সঙ্গেই শনিবার অনুষ্ঠানস্থলে উপস্থিত হন জেনিফার। এ সময় তার পরনে ছিল ভেরা ওয়াং এর ডিজাইন করা পোশাক। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে পরিচয় হয় নায়েল নাসেরের। দুজনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। একসঙ্গে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশও নেন। এভাবেই ধীরে ধীরে জেনিফারের মনে জায়গা করে নেন নাসের। উল্লেখ্য, ২০১৩ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন নাসের। ২০১৮ সালে জেনিফারকে হিউম্যান বায়োলজিতে সাহায্য করার জন্য ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে।
অন্যদিকে ২০২০ সালের শুরুতে নিজেদের আংটি বদলের খবর দিয়েছিলেন জেনিফার। ২০১৭ সালে প্রথমবার ইনস্টাগ্রামে জেনিফারের সঙ্গে ছবি পোস্ট করেন নাসের। ফ্লোরিডাতে ভ্যালেন্টাইনস ডে উপযাপনের সেই ছবিতে একটি সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে তাদের।
শুধু ঘোড়দৌড়বিদই নন, নায়েল নাসেরের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি ব্যবসাও রয়েছে। বিয়ের পর জেনিফার-নাসের সেখানেই সংসার শুরু করবেন বলে এর আগে বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছিল। ইতিমধ্যেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহল।
আরও খবর পড়ুনঃ
- মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি: মুম্বইয়ে রেড অ্যালার্ট, মৃত অন্তত ৮
- ২৬ হাজার শিক্ষক-কর্মীর চাকরি বাতিল নিয়ে পুনর্বিবেচনার আর্জি খারিজ
- মেঘভাঙ্গা বৃষ্টিতে চিসোটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬
- অতি ভারী বৃষ্টির প্রভাবে কেরালার তিন জেলায় জারি হল কমলা সতর্কতা
- উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন বি সুদর্শন রেড্ডি