নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে জোরদার রাজনীতি চলছে। বিরোধী দলগুলির অভিযোগ, ৩০জনের বেশি তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন গুরুতর অভিযোগ তুলেছেন। জয়ার অভিযোগ, ‘২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে ওই মর্মান্তিক ঘটনার পরে প্রয়াগরাজের নদীতে পদপিষ্টদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। এর ফলে নদীর জল ভয়াবহভাবে দূষিত ‘।
এদিন সাংসদ জয়া বচ্চন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন, ‘প্রয়াগরাজে আসা অসংখ্য সাধারণ মানুষের জন্যে বিশেষ কোনও ব্যবস্থাই রাখেনি রাজ্য সরকার। পদপিষ্টদের মৃতদেহগুলির অন্ত্যেষ্টি না করে নদীতে ফেলায় এখন নদীর জল এখানে সবচেয়ে বেশি দূষিত। এদিকে এনিয়ে কোনও কথা হচ্ছে না’।
READ MORE: রাজস্থান বিধানসভায় ধর্মান্তর বিরোধী বিল পেশ বিজেপি সরকারের
প্রসঙ্গত, এদিন সংসদের বাইরে জয়া বচ্চন সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। পাশাপাশি, তিনি গুরুতর আরেকটি অভিযোগ করেছেন। জয়া বলেছেন, ‘ওই দূষিত জল স্থানীয় বাসিন্দা দের সরবরাহ করা হচ্ছে। এদিকে ওঁরা জলশক্তি নিয়ে বড়াই করে’।
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে রাজনীতি চলছেই। বিরোধী অন্য রাজনৈতিক দলগুলির সুরে সুর মিলিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, ‘উত্তরপ্রদেশে বিজেপি সরকার মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের প্রকৃত সংখ্যা গোপন করছে’। উল্লেখ্য, প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ। আর মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ১৪৪ বছর অন্তর।

































