০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি এলাকায় আরও বাড়ছে পুলিশের ক্ষমতা, ওয়ারেন্ট ছাড়াই ঘরে ঢুকে তল্লাশি চালাবে ইসরায়েলি পুলিশ

পুবের কলম
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 28

পুবের কলম ওয়েবডেস্ক : ফিলিস্তিনি এলাকাগুলোতে পুলিশের ক্ষমতা আরও বাড়াতে চলেছে ইসরায়েল। এমনিতেই লাগাতার চলে নির্দোষ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার। এবার তল্লাশি-অভিযানে পুলিশ বাহিনীকে নজিরবিহীন ক্ষমতা দেওয়ার ফলে তা যে আরও মারাত্মক হবে তা বলার অপেক্ষা রাখে না। এবার তাদের নতুন উদ্যোগ কার্যকর হলে, যেকোনও ধরনের ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, গত রবিবার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধির একটি বিলে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রস্তাবনায় বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ যদি মনে করে, তারা কোনও বাড়িতে ঢুকলে গুরুতর অপরাধে জড়িত সন্দেহভাজনকে আটক অথবা এ সংক্রান্ত প্রমাণ জোগাড় করতে পারবে, তাহলে সেখানে প্রবেশে আদালতের পূর্ব অনুমতির দরকার হবে না।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরায়েলি পার্লামেন্টে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে সেটি আইনে পরিণত করা হবে।এদিকে, ইসরায়েলি পুলিশের ক্ষমতাবৃদ্ধির এ পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা, এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যাবে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের প্রধান আইনি সুরক্ষা সংস্থা আদালাহ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসান জাবরিন বলেছেন, এই বিল ইসরায়েলি পুলিশকে ফিলিস্তিনিদের বাড়িতে ঢোকার অজুহাত তৈরি করে দেবে। এই ক্ষমতা ফিলিস্তিনিদের ভয় দেখাতে, বিশেষ করে প্রতিবাদ-বিক্ষোভের সময় মারাত্মক অপব্যবহার হতে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি

রাজনৈতিক লেখক ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক আওদ আবদেলফাতাহ বলেন,এর ফলে আমাদের স্বাধীনতা আরও সীমাবদ্ধ হবে। আমাদের ওপর আরও নজরদারি বাড়বে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনি এলাকায় আরও বাড়ছে পুলিশের ক্ষমতা, ওয়ারেন্ট ছাড়াই ঘরে ঢুকে তল্লাশি চালাবে ইসরায়েলি পুলিশ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ফিলিস্তিনি এলাকাগুলোতে পুলিশের ক্ষমতা আরও বাড়াতে চলেছে ইসরায়েল। এমনিতেই লাগাতার চলে নির্দোষ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার। এবার তল্লাশি-অভিযানে পুলিশ বাহিনীকে নজিরবিহীন ক্ষমতা দেওয়ার ফলে তা যে আরও মারাত্মক হবে তা বলার অপেক্ষা রাখে না। এবার তাদের নতুন উদ্যোগ কার্যকর হলে, যেকোনও ধরনের ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, গত রবিবার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধির একটি বিলে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রস্তাবনায় বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ যদি মনে করে, তারা কোনও বাড়িতে ঢুকলে গুরুতর অপরাধে জড়িত সন্দেহভাজনকে আটক অথবা এ সংক্রান্ত প্রমাণ জোগাড় করতে পারবে, তাহলে সেখানে প্রবেশে আদালতের পূর্ব অনুমতির দরকার হবে না।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরায়েলি পার্লামেন্টে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে সেটি আইনে পরিণত করা হবে।এদিকে, ইসরায়েলি পুলিশের ক্ষমতাবৃদ্ধির এ পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা, এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যাবে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের প্রধান আইনি সুরক্ষা সংস্থা আদালাহ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসান জাবরিন বলেছেন, এই বিল ইসরায়েলি পুলিশকে ফিলিস্তিনিদের বাড়িতে ঢোকার অজুহাত তৈরি করে দেবে। এই ক্ষমতা ফিলিস্তিনিদের ভয় দেখাতে, বিশেষ করে প্রতিবাদ-বিক্ষোভের সময় মারাত্মক অপব্যবহার হতে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি

রাজনৈতিক লেখক ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক আওদ আবদেলফাতাহ বলেন,এর ফলে আমাদের স্বাধীনতা আরও সীমাবদ্ধ হবে। আমাদের ওপর আরও নজরদারি বাড়বে।