০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১
                              							পুবের কলম							
								
                                
                                - আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
 - / 98
 
পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেলডাঙ্গা বস্তিতে। আগুনের কবলে পুড়ে ছাই অন্তত ৩০টি ঝুপড়ি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। সূত্রের খবর, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। ঘটনার সময় এলাকারই একটি গোডাউনে ছিলেন তিনি। আগুন লাগার ঘটনা টের পাননি ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, এদিন আগুন নিভতেই উদ্ধার হয়েছে তার দগ্ধ দেহ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল রাতে লেগেছিল আগুন। ধোঁয়ার ও লেলিহান আগুনের তেজ এতটাই যে দাঁড়িয়ে থাকার যাচ্ছে না। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে অগ্নিকাণ্ড।
																			
																		

























