২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

ইমামা খাতুন
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 135

পুবের কলম প্রতিবেদক: কদিন আগেই পরিবারের সঙ্গে নিজের ৪০তম জন্মদিন উদ্যাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় কেউ কেউ জানিয়েছিলেন, এবারে বোধহয় আল নাসর তাদের দলের এই বুড়ো ফুটবলারকে বেশিদিন রাখবে না। যদিও ৪০ পেরোনোর পরের দিনেই মাঠে নেমে গোল তুলে নিয়ে রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন, বয়সটা তার কাছে সংখ্যা মাত্র।

কেরিয়ারের হাজারতম গোলকে পাখির চোখ করা এগিয়ে যাওয়া রোনাল্ডো এরই মধ্যে পৌঁছে গিয়েছেন ৯২৫তম গোলে। ম্যাজিক সংখ্যা থেকে আর মাত্র ৭৫ গোল দূরে দাঁড়িয়ে তিনি। ৪০ পেরোনো এই ফুটবলারের পক্ষে ৭৫ গোল করা সহজ নয়। তবে তিনি তো সহজেই যে হাল ছাড়বেন না, সেটা স্পষ্ট রোনাল্ডোর মাঠের পারফরম্যান্সে। বিষয়টি মাথায় রেখে গোল ক্ষুধার্ত রোনাল্ডোকে আরও লম্বা সময় দলে রেখে দিতে চাইছে আল নাসর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

বর্তমান সময়ে রোনাল্ডো নিজের কেরিয়ারের ১০০০তম গোলের লক্ষ্য যেভাবে মাঠে নেমে নিজেকে উজাড় করে দিচ্ছেন, সেটা সামনে রেখেই তার সঙ্গে সম্ভাবত ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছে সউদির এই প্রথমসারির ক্লাবটি। রোনাল্ডোর সঙ্গে এক বছরের চুক্তি বাড়তে রাজি হওয়ার খবর নিশ্চিত করেছেন আল নাসরের এক কর্মকর্তা।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘রোনাল্ডোর সঙ্গে এখনও নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আগামী সময়ে নিশ্চিতভাবে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ রোনাল্ডোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ৪০ পেরিয়েও রোনাল্ডো দারুণভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন। তার যা ফিটনেস, তাতে আরও দুই তিন বছর খেলা চালিয়ে যেতে পারেন। তাই রোনাল্ডো আমারদের ক্লাবে নিজের সাড়ে একচল্লিশ বছর বয়স পর্যন্ত খেলবেন, সেটা নিশ্চিত করে বলে দেওয়া যায়।

আরও পড়ুন: চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির

https://puberkalom.com/bjp-summons-three-senior-leaders-from-three-states-for-alleged-breach-of-party-discipline/

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: কদিন আগেই পরিবারের সঙ্গে নিজের ৪০তম জন্মদিন উদ্যাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় কেউ কেউ জানিয়েছিলেন, এবারে বোধহয় আল নাসর তাদের দলের এই বুড়ো ফুটবলারকে বেশিদিন রাখবে না। যদিও ৪০ পেরোনোর পরের দিনেই মাঠে নেমে গোল তুলে নিয়ে রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন, বয়সটা তার কাছে সংখ্যা মাত্র।

কেরিয়ারের হাজারতম গোলকে পাখির চোখ করা এগিয়ে যাওয়া রোনাল্ডো এরই মধ্যে পৌঁছে গিয়েছেন ৯২৫তম গোলে। ম্যাজিক সংখ্যা থেকে আর মাত্র ৭৫ গোল দূরে দাঁড়িয়ে তিনি। ৪০ পেরোনো এই ফুটবলারের পক্ষে ৭৫ গোল করা সহজ নয়। তবে তিনি তো সহজেই যে হাল ছাড়বেন না, সেটা স্পষ্ট রোনাল্ডোর মাঠের পারফরম্যান্সে। বিষয়টি মাথায় রেখে গোল ক্ষুধার্ত রোনাল্ডোকে আরও লম্বা সময় দলে রেখে দিতে চাইছে আল নাসর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

বর্তমান সময়ে রোনাল্ডো নিজের কেরিয়ারের ১০০০তম গোলের লক্ষ্য যেভাবে মাঠে নেমে নিজেকে উজাড় করে দিচ্ছেন, সেটা সামনে রেখেই তার সঙ্গে সম্ভাবত ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছে সউদির এই প্রথমসারির ক্লাবটি। রোনাল্ডোর সঙ্গে এক বছরের চুক্তি বাড়তে রাজি হওয়ার খবর নিশ্চিত করেছেন আল নাসরের এক কর্মকর্তা।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘রোনাল্ডোর সঙ্গে এখনও নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আগামী সময়ে নিশ্চিতভাবে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ রোনাল্ডোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ৪০ পেরিয়েও রোনাল্ডো দারুণভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন। তার যা ফিটনেস, তাতে আরও দুই তিন বছর খেলা চালিয়ে যেতে পারেন। তাই রোনাল্ডো আমারদের ক্লাবে নিজের সাড়ে একচল্লিশ বছর বয়স পর্যন্ত খেলবেন, সেটা নিশ্চিত করে বলে দেওয়া যায়।

আরও পড়ুন: চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির

https://puberkalom.com/bjp-summons-three-senior-leaders-from-three-states-for-alleged-breach-of-party-discipline/