২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ের আগে ফের ব্যাটিং শীতের, তাপমাত্রা নামল ৫ ডিগ্রি

সুস্মিতা
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 75

পুবের কলম ওয়েবডেস্ক: বিদায় আগে আবার একেবার ব্যাটিং শুরু করেছে শীত। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ থেকে ৫ ডিগ্রি। তাই শুক্রবার সকালে ফের শীতের আমেজ, সঙ্গে লাগছে শীতপোশাক। তবে এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে শীত। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এবারের মরশুমে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিদায় নেবে শীত। কিন্তু আজ ফের দেখা যাচ্ছে পুনরায় ব্যাটিং করছে শীত। শুক্রবার সকালে একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি কমেছে তাপমাত্রা। দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের ফের কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। শনিবারও নামবে পারদ। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদায়ের আগে ফের ব্যাটিং শীতের, তাপমাত্রা নামল ৫ ডিগ্রি

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিদায় আগে আবার একেবার ব্যাটিং শুরু করেছে শীত। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ থেকে ৫ ডিগ্রি। তাই শুক্রবার সকালে ফের শীতের আমেজ, সঙ্গে লাগছে শীতপোশাক। তবে এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে শীত। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এবারের মরশুমে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিদায় নেবে শীত। কিন্তু আজ ফের দেখা যাচ্ছে পুনরায় ব্যাটিং করছে শীত। শুক্রবার সকালে একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি কমেছে তাপমাত্রা। দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের ফের কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। শনিবারও নামবে পারদ। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?