পুবের কলম প্রতিবেদক: বেশ কয়েকমাস আগের ঘটনা। নবান্নের এক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের রাস্তায় কম বাস চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপরই দেখা যায় সল্টলেক সেক্টর ৫ সহ একাধিক জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে বাস চলাচল কেমন হচ্ছে, তা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু তাই নয়, একাধিক পদক্ষেপ করা হয়। এই আবহের মধ্যেই এবার এলো সুখবর। শনিবার নতুন বাস রুটের উদ্বোধন হল শহরে।
এবার থেকে ভাঙড়ের হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন পর্যন্ত কেবি ২৪ রুটের ২৬টি নতুন ঝকঝকে বাস চলবে। শনিবার দুপুরে এই বাস রুটের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লারা। বাসগুলি হাতিশালা থেকে যাবে কারিগরি ভবন, বিশ্ববাংলা গেট, নিউ টাউন বাস স্ট্যান্ড, সেক্টর ৫, করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার-১, বিধান নগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত। আপাতত ১২টি বাস দিয়ে পরিষেবা শুরু হল। ওই একই রুটে দীর্ঘদিন বাস চালাচ্ছে কে-ওয়ান বাস রুট কর্তৃপক্ষ। তবে বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসের ভাবনা আছে বলে জানান মন্ত্রী।
এক প্রসঙ্গে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘নতুন বাস রুটের উদ্বোধন হল। এখান থেকে মূলত বারোটি বাস যাবে। তারপর বাসের সংখ্যা বাড়বে। সরকারি বাস যুক্ত হবে। oুত মানুষ কলকাতা স্টেশন-আর জি কর পৌঁছতে পারবেন।’
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সেক্টর ৫-করুণাময়ী-বিশ্ববাংলায় চলবে আরও ১২টি বাস
-
সুস্মিতা - আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
- 198
ট্যাগ :
Biswabangla Bus service Karunamayi kolkata Salt Lake Sector-5 Snehasis Chakraborty state west bengal transport minister of west bengal
সর্বধিক পাঠিত




































