মেটিয়াবুরুজে নবাব ওয়াজিদ আলি শাহের ইতিহাস দেখাবে ‘নিবিড়’
- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 136
পুবের কলম প্রতিবেদক: লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহের রাজকীয় স্মৃতি বিজড়িত মেটিয়াবুরুজে হেরিটেজ ওয়াকের আয়োজন করেছে লিটল ম্যাগাজিন ‘নিবিড়’। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ঐতিহাসিক জায়গাটি ঘুরিয়ে দেখাবেন কথাকার ও মেটিয়াবুরুজ বিশেষজ্ঞ শান্তনু ভট্টাচার্য।
এক সময়ে মেটিয়াবুরুজ ছিল সুন্দরবনের অংশ৷ ১৮৫৬ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে রাজত্ব খুইয়ে কলকাতায় আসেন নবাব ওয়াজিদ আলি শাহ। জীবনের শেষ তিরিশ বছর এখানেই কাটিয়েছেন। মেটিয়াবুরুজে গড়ে তোলেন ‘ছোটো লখনউ’। শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে মেতে থাকতেন। আজও তাঁর স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে মেটিয়াবুরুজের আনাচে কানাচে।
১০ বছর আগে ২০১৫ সালে ‘নিবিড়’ পত্রিকার যাত্রা শুরু হয়। তাদের কালীঘাটের পটচিত্র সংখ্যা, লিটল ম্যাগাজিন সংখ্যা ইতিমধ্যেই মননশীল পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পায়ে হেঁটে কলকাতার ইতিহাস চিনতে এবং চেনাতে হেরিটেজ ওয়াকের উদ্যোগ নিয়েছে পত্রিকাটি। কলেজ স্ট্রিট বইপাড়া, সিমলা পাড়া-হেদুয়া প্রভৃতি অঞ্চলের গৌরবময় অতীত পথ চলার মাধ্যমে তুলে ধরেছে। এবার তারা মেটিয়াবুরুজের বর্ণময় জানা-অজানা তথ্য হাতে-কলমে হাজির করতে চায় আগ্রহী মানুষদের সামনে। বিষয়টি রোমাঞ্চকর, সন্দেহ নেই। ‘নিবিড়’ পত্রিকার সম্পাদক শ্রেয়ণ জানিয়েছেন, হেরিটেজ ওয়াকের পাশাপাশি তাঁরা ইতিহাস ভ্রমণের আয়োজন করবেন শীঘ্রই।
মেটিয়াবুরুজের হেরিটেজ ওয়াকে যোগ দিতে চাইলে ফোন করুন ৯৮৭৪০৪৯২৭৫ নম্বরে।































