সুকমা: দেশকে মাওবাদী মুক্ত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। মাওবাদীদের বিরুদ্ধে লাগাতারভাবে অভিযানও চলছে। শনিবার ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী যে অভিযান চালিয়েছে তাতে দু’জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে এখবর জানা গিয়েছে। সূত্রের খবর, এ দিন মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছে কিসতারাম থানা এলাকার অন্তর্গত বনাঞ্চলে। যৌথভাবে অভিযান চালিয়েছে জেলা রিজার্ভ গার্ড, কোবরা এবং সিআরপিএফ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত হবে বলে ঘোষণা করার পরে চলতি বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে ৮৩ জন মাওবাদী নিহত হয়েছে বস্তারে। সূত্রের খবর, সুকমা-সহ বস্তারের সাত জেলায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।
সূত্রের খবর, এ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টারের ঘটনার পরে নিহত দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নামধাম এখনও জানা যায়নি। এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এনকাউন্টারে চলতি বছরে মৃত ৮৩ জন মাওবাদী
-
সুস্মিতা - আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
- 307
সর্বধিক পাঠিত



















