০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামনবমী, ইডেনে অনিশ্চিত কেকেআর-লখনউ ম্যাচ

সুস্মিতা
  • আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 96

পুবের কলম প্রতিবেদক : আসন্ন আইপিএলে ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়েন্টসের ম্যাচকে ঘিরে তৈরি হল অনিশ্চিয়তা। মরশুম শুরুর আগেই যা অস্বস্তিতে ফেলছে আয়োজকদের।এ বার ৬ এপ্রিল পড়েছে রামনবমী। ফলে ওইদিন কলকাতা-লখনউ ম্যাচে পর্যান্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সিএবিকে চিঠি দিয়ে সেই কথা জানিয়ে দিল কলকাতা পুলিশ। ফলে অজিঙ্ক রাহানেদের সঙ্গে ঋষভ পন্থেদের দ্বৈরথ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হল। এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে। এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, তিনি কলকাতা পুলিসের সঙ্গে আলোচনায় বসবেন। কলকাতায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে, কেকেআর-লখনউ ম্যাচ অনত্র সরে যেতে পারে। যেটা একমদই চাইছে না সিএবি কর্তারা। প্রসঙ্গত, গতবারও একই সমস্যা হয়েছিল। রামনবমীর কারনে সে বার কেকেআর- রাজস্থান রয়্যালস ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছিল।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামনবমী, ইডেনে অনিশ্চিত কেকেআর-লখনউ ম্যাচ

আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক : আসন্ন আইপিএলে ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়েন্টসের ম্যাচকে ঘিরে তৈরি হল অনিশ্চিয়তা। মরশুম শুরুর আগেই যা অস্বস্তিতে ফেলছে আয়োজকদের।এ বার ৬ এপ্রিল পড়েছে রামনবমী। ফলে ওইদিন কলকাতা-লখনউ ম্যাচে পর্যান্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সিএবিকে চিঠি দিয়ে সেই কথা জানিয়ে দিল কলকাতা পুলিশ। ফলে অজিঙ্ক রাহানেদের সঙ্গে ঋষভ পন্থেদের দ্বৈরথ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হল। এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে। এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, তিনি কলকাতা পুলিসের সঙ্গে আলোচনায় বসবেন। কলকাতায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে, কেকেআর-লখনউ ম্যাচ অনত্র সরে যেতে পারে। যেটা একমদই চাইছে না সিএবি কর্তারা। প্রসঙ্গত, গতবারও একই সমস্যা হয়েছিল। রামনবমীর কারনে সে বার কেকেআর- রাজস্থান রয়্যালস ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছিল।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত