২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 234

দুবাই, ৫ মার্চ:  চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি ছিলেন পরাজিত দলের নায়ক। মঙ্গলবার রোহিতদের কাছে হারের পরেই নিঃশব্দে একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অজি কিংবদন্তি স্টিভ স্মিথ। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এই তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

সেমিফাইনালে স্মিথ দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। এই ম্যাচ শেষ হওয়ার পরে স্মিথ সতীর্থদের জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। অস্ট্রেলিয়ার  হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচে স্মিথ করেছেন ৫৮০০ রান। রয়েছে ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। সর্বোচ্চ ১৬২। পেয়েছেন ২৮টি উইকেটও। গড় ৪৩.২৮।অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন স্মিথ।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

বুধবার এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘দারুণ সময় কাটালাম। অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রইল। দুটি বিশ্বকাপ জেতা জীবনের অন্যতম স্মরনীয় স্মৃতি। সঙ্গে এই সফরে পেয়েছি কিছু দুর্দান্ত সতীর্থকে। দু’বছর পরেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এখন সময় এসেছে নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার।’

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

মাইকেল ক্লার্কের পরে স্মিথকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল। পরে বল বিকৃতি কান্ডে তাঁর ক্যাপ্টেন্সি চলে যায়। দু’বছর পরে ফের অধিনায়ক হন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথের কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়ায়। স্মিথের অবসর প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার  প্রধাণ নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ আমরা স্মিথের সিদ্ধান্তকে সম্মান জানাই। আগামী দিনগুলি ওর আরও ভালো কাটুক।’

♦একনজরে ওয়ানডে ক্রিকেটে স্মিথ♦

⇒ ম্যাচ – ১৭০

⇒রান – ৫,৮০০

⇒শতরান – ১২

⇒অর্ধশতরান – ৩৫

⇒সর্বোচ্চ – ১৬২

⇒উইকেট – ২৮।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

দুবাই, ৫ মার্চ:  চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি ছিলেন পরাজিত দলের নায়ক। মঙ্গলবার রোহিতদের কাছে হারের পরেই নিঃশব্দে একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অজি কিংবদন্তি স্টিভ স্মিথ। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এই তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

সেমিফাইনালে স্মিথ দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। এই ম্যাচ শেষ হওয়ার পরে স্মিথ সতীর্থদের জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। অস্ট্রেলিয়ার  হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচে স্মিথ করেছেন ৫৮০০ রান। রয়েছে ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। সর্বোচ্চ ১৬২। পেয়েছেন ২৮টি উইকেটও। গড় ৪৩.২৮।অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন স্মিথ।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

বুধবার এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘দারুণ সময় কাটালাম। অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রইল। দুটি বিশ্বকাপ জেতা জীবনের অন্যতম স্মরনীয় স্মৃতি। সঙ্গে এই সফরে পেয়েছি কিছু দুর্দান্ত সতীর্থকে। দু’বছর পরেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এখন সময় এসেছে নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার।’

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

মাইকেল ক্লার্কের পরে স্মিথকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল। পরে বল বিকৃতি কান্ডে তাঁর ক্যাপ্টেন্সি চলে যায়। দু’বছর পরে ফের অধিনায়ক হন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথের কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়ায়। স্মিথের অবসর প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার  প্রধাণ নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ আমরা স্মিথের সিদ্ধান্তকে সম্মান জানাই। আগামী দিনগুলি ওর আরও ভালো কাটুক।’

♦একনজরে ওয়ানডে ক্রিকেটে স্মিথ♦

⇒ ম্যাচ – ১৭০

⇒রান – ৫,৮০০

⇒শতরান – ১২

⇒অর্ধশতরান – ৩৫

⇒সর্বোচ্চ – ১৬২

⇒উইকেট – ২৮।