‘রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে’, আবারও বেফাঁস শুভেন্দু

- আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্ক : ঠিক একদিন আগে সাংবাদিকদের চটি চাটা বলে বেফাঁস মন্তব্য করেছিলেন নান্দিগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার আর শুভেন্দুর বুলির খোরাক সাংবাদিকরা নয় ,বরং বিজেপি ও সংঘ পরিবারের ধাঁচে চিরাচরিত টার্গেট সেই রোহিঙ্গারা ।উল্লেখ্য , একাধিক নির্বাচনী প্রচারে কেন্দ্রের বিজেপি সরকার NRC বিষয়ে বার বার নিশানা বানিয়েছিলো অসহায় রোহিঙ্গাদেরকে । যদিও এদেশে আদতে কতজন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে সে বিষয় কেন্দ্রের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই বলে অভিযোগ করে আসছে একাধিক মানবাধিকার সংগঠন । রোহিঙ্গা নিয়ে সংখ্যালঘুদের চাপে ফেলতেই বিজেপি সরকারের এটি একটি কৌশল বলেও আক্ক্রমণ শানিয়েছে বিরোধীরা ।এবার ‘রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে’ বিতর্কিত মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ! বিধানসভার বিরোধী দলনেতার এই মন্তব্যের পর রীতিমতো সরগরম নেটপাড়া ।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে। এখানে সিএএ দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।’ রোহিঙ্গা নিয়ে এই মন্তব্যের পর শুরু হয়েছে জোর চর্চা ।মানবাধিকার সংগঠনগুলোর দাবি, রোহিঙ্গা একটি আন্তর্জাতিক ইস্যু। মায়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা।যদিও ভারতে রোহিঙ্গাদের উপস্থিতি থাকলেও তা একেবারে সামান্যই।আর তাই শুভেন্দুর রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাবার নিদান মোটেও ভালোভাবে নিচ্ছেননা সুশীল সমাজ !
আরও খবর পড়ুনঃ