০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Jamia Millia: নতুন শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি দ্বিগুণ, একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি

কিবরিয়া আনসারি
  • আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 157

নয়াদিল্লি, ২০ মার্চ: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia) একলাফে ফি বৃদ্ধি হল দ্বিগুণের বেশি। ২০২৫-২৬-এর নতুন শিক্ষাবর্ষে ১৬ থেকে ৪১ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন কোর্সে ফি বৃদ্ধি করা হয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি ১৪টি নতুন কোর্স চালু করার ঘোষণাও করেছে। এতে শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ বাড়তে পারে। এক পড়ুয়ার কথায়, এবছরের প্রসপেক্টাসে দেখা যাচ্ছে কোর্সের ফিতে বিশাল বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

আরও পড়ুন: স্কলার ও প্রতিবাদী কর্মী সাফুরা জারগারের ভর্তি বাতিল করল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় (Jamia Millia) কোন কোন কোর্সে ফি বৃদ্ধি! জানা গিয়েছে, ফারসি বিভাগে ৪১.৪১ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। যেখানে বার্ষিক ফি ছিল ৬,৭০০ টাকা তা বেড়ে ৯,৪৭৫ টাকা হয়েছে। আরবি বিভাগ ৩৭.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বার্ষিক ফি ৭,২০০ টাকা থেকে বেড়ে ৯,৮৭৫ টাকা হয়েছে। একইভাবে, তুর্কি ভাষায় বিএ (অনার্স) এবং অন্যান্য ভাষা সহ বিদেশী ভাষার কোর্সগুলির ফিও ৩৭.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং বিএ (অনার্স), চার বছর মেয়াদী বিএ এবং বিকম (অনার্স) সহ সামাজিক বিজ্ঞান কোর্সগুলির খরচ বেড়ে হয়েছে বার্ষিক ৯,৮৭৫ টাকা। যা আগে ছিল ৭,৪২৫ টাকা। অর্থাৎ ৩২.৯৯ শতাংশ ফি বৃদ্ধি হয়েছে। বিএসসি (বহুবিষয়ক), ভূগোল, গণিত এবং পদার্থবিদ্যা সহ বিজ্ঞান কোর্সগুলির ফি বৃদ্ধি হয়েছে ৩৪.২৯ শতাংশ। বার্ষিক ফি ৭,৮০০ টাকা থেকে বেড়ে ১০,৪৭৫ টাকা হয়েছে। আইন বিষয়ক এলএলএম এবং বিএ এলএলবি (অনার্স)-এর ১৯ শতাংশ ফি বৃদ্ধি পেয়েছে। ১৫,০০০ টাকা থেকে বেড়ে ১৭,৮৫০ টাকা হয়েছে বার্ষিক ফি।

আরও পড়ুন: নয়া শিক্ষাবর্ষে ১৫ মে থেকে স্নাতক ও স্নাতকোত্তরে  অনলাইনে ভর্তির আবেদন শুরু

আরও পড়ুন: ঈদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee

আরও পড়ুন: সিভিল সার্ভিস পরীক্ষার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়ার ফ্রী আবাসিক কোচিংয়ের ঘোষণা

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় (Jamia Millia) দ্বিগুণের বেশি ফি বৃদ্ধি নিয়ে চিন্তায় পড়েছে প্রান্তিক শ্রেণীর পড়ুয়ারা। অনেকেই বলছে, ৪১ শতাংশ ফি বৃদ্ধির ফলে অনেক ছাত্র-ছাত্রীর পড়াশোনায় ছেদ পড়বে। সাধারণ পরিবারের পড়ুয়ারা অতিরিক্ত আর্থিক সমস্যার সম্মুখীন হবে। প্রান্তিক পড়ুয়াদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করতেই কি এই ফি বৃদ্ধি! তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Jamia Millia: নতুন শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি দ্বিগুণ, একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি

আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

নয়াদিল্লি, ২০ মার্চ: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia) একলাফে ফি বৃদ্ধি হল দ্বিগুণের বেশি। ২০২৫-২৬-এর নতুন শিক্ষাবর্ষে ১৬ থেকে ৪১ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন কোর্সে ফি বৃদ্ধি করা হয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি ১৪টি নতুন কোর্স চালু করার ঘোষণাও করেছে। এতে শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ বাড়তে পারে। এক পড়ুয়ার কথায়, এবছরের প্রসপেক্টাসে দেখা যাচ্ছে কোর্সের ফিতে বিশাল বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

আরও পড়ুন: স্কলার ও প্রতিবাদী কর্মী সাফুরা জারগারের ভর্তি বাতিল করল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় (Jamia Millia) কোন কোন কোর্সে ফি বৃদ্ধি! জানা গিয়েছে, ফারসি বিভাগে ৪১.৪১ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। যেখানে বার্ষিক ফি ছিল ৬,৭০০ টাকা তা বেড়ে ৯,৪৭৫ টাকা হয়েছে। আরবি বিভাগ ৩৭.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বার্ষিক ফি ৭,২০০ টাকা থেকে বেড়ে ৯,৮৭৫ টাকা হয়েছে। একইভাবে, তুর্কি ভাষায় বিএ (অনার্স) এবং অন্যান্য ভাষা সহ বিদেশী ভাষার কোর্সগুলির ফিও ৩৭.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং বিএ (অনার্স), চার বছর মেয়াদী বিএ এবং বিকম (অনার্স) সহ সামাজিক বিজ্ঞান কোর্সগুলির খরচ বেড়ে হয়েছে বার্ষিক ৯,৮৭৫ টাকা। যা আগে ছিল ৭,৪২৫ টাকা। অর্থাৎ ৩২.৯৯ শতাংশ ফি বৃদ্ধি হয়েছে। বিএসসি (বহুবিষয়ক), ভূগোল, গণিত এবং পদার্থবিদ্যা সহ বিজ্ঞান কোর্সগুলির ফি বৃদ্ধি হয়েছে ৩৪.২৯ শতাংশ। বার্ষিক ফি ৭,৮০০ টাকা থেকে বেড়ে ১০,৪৭৫ টাকা হয়েছে। আইন বিষয়ক এলএলএম এবং বিএ এলএলবি (অনার্স)-এর ১৯ শতাংশ ফি বৃদ্ধি পেয়েছে। ১৫,০০০ টাকা থেকে বেড়ে ১৭,৮৫০ টাকা হয়েছে বার্ষিক ফি।

আরও পড়ুন: নয়া শিক্ষাবর্ষে ১৫ মে থেকে স্নাতক ও স্নাতকোত্তরে  অনলাইনে ভর্তির আবেদন শুরু

আরও পড়ুন: ঈদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee

আরও পড়ুন: সিভিল সার্ভিস পরীক্ষার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়ার ফ্রী আবাসিক কোচিংয়ের ঘোষণা

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় (Jamia Millia) দ্বিগুণের বেশি ফি বৃদ্ধি নিয়ে চিন্তায় পড়েছে প্রান্তিক শ্রেণীর পড়ুয়ারা। অনেকেই বলছে, ৪১ শতাংশ ফি বৃদ্ধির ফলে অনেক ছাত্র-ছাত্রীর পড়াশোনায় ছেদ পড়বে। সাধারণ পরিবারের পড়ুয়ারা অতিরিক্ত আর্থিক সমস্যার সম্মুখীন হবে। প্রান্তিক পড়ুয়াদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করতেই কি এই ফি বৃদ্ধি! তা নিয়েও প্রশ্ন উঠেছে।