০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান ম্যাচ জেতায় কাশ্মীরি পড়ুয়াদের মারধর, আহত কমপক্ষে ১০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইন্ডিয়া-পাকিস্তানে ম্যাচ ঘিরে পঞ্জাবের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিকে কাশ্মীরি ছাত্রদের উপর হামলা ঘটনা ঘটল। জখম হয়েছেন প্রায় ১০ জন কাশ্মীরি ছাত্র। এর মধ্যে ৪ জন ছাত্র রায়ত বহরা বিশ্ববিদ্যালয়ের।

রবিবার ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের পর পঞ্জাবে এই হামলার শিকার হলেন কাশ্মীরি শিক্ষার্থীরা। ঘটনার জেরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে চেয়ার ছোড়াছুড়ি থেকে, আবাসিক ছাত্রদের শয্যা লণ্ডভণ্ড করার ঘটনা ঘটে। ঘটনায় আবাসিকে ঢুকে কাশ্মীরি ছাত্রদের মারধর করারও অভিযোগ ওঠে।

পাকিস্তান ম্যাচ জেতায় কাশ্মীরি পড়ুয়াদের মারধর, আহত কমপক্ষে ১০

ঘটনায় ভাই গুরুদাস ইঞ্জিয়ারিং কলেজের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্র সোচ্চার হয়ে বলছেন ‘আমরা ভারত ও পাকিস্তানে টি-২০ ম্যাচ দেখছিলাম। ঠিক সেই সময়ে উত্তরপ্রদেশে কয়েকজন ছাত্র আমাদের ঘরে ঢোকে। আমরা এখানে পড়তে এসেছি। আমরা কি ভারতীয় নই? মোদিজী এর জবাব দিন।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন কাশ্মীরি ছাত্র। এর মধ্যে ৪ জন রায়ত-বাহরা বিশ্ববিদ্যালয়ের। জানা গেছে, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে বিতর্ক দানা বাঁধে। এদের মধ্য রয়েছে পঞ্জাবের সাঙ্গুর জেলার ভাই গুরুদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও মোহালি খারার জেলার রায়ত ভারত বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

সাংগ্রুর জেলার পুলিশ সূত্রে খবর, ভাই গুরুদাস কলেজের হোস্টেলে রয়েছেন ৯০ কাশ্মীরি ও ৩০ জন উত্তরপ্রদেশের ছাত্র। খেলা শুরুর পর নাকি কয়েকজন ছাত্র ‘আজাদির স্লোগান’ দিতে থাকে। এই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে।

জে অ্যান্ড কে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মুখপাত্র নাসির খুয়েহামি একটি টুইট বার্তায় বলেন, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ছাত্ররা কাশ্মীরি ছাত্রদের ঘরে ঢোকে। তাদের হুমকি দেয় ও মারধর করে। ঘরের মধ্যেও তাণ্ডব চালায় তারা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি ও ডিজিপি পঞ্জাব পুলিশকে উদ্দেশ্য করে নাসির খুয়েহামি ট্যুইট বার্তায়, দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।





 




 




 




 




 




 
 
 
 




 





                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান ম্যাচ জেতায় কাশ্মীরি পড়ুয়াদের মারধর, আহত কমপক্ষে ১০

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইন্ডিয়া-পাকিস্তানে ম্যাচ ঘিরে পঞ্জাবের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিকে কাশ্মীরি ছাত্রদের উপর হামলা ঘটনা ঘটল। জখম হয়েছেন প্রায় ১০ জন কাশ্মীরি ছাত্র। এর মধ্যে ৪ জন ছাত্র রায়ত বহরা বিশ্ববিদ্যালয়ের।

রবিবার ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের পর পঞ্জাবে এই হামলার শিকার হলেন কাশ্মীরি শিক্ষার্থীরা। ঘটনার জেরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে চেয়ার ছোড়াছুড়ি থেকে, আবাসিক ছাত্রদের শয্যা লণ্ডভণ্ড করার ঘটনা ঘটে। ঘটনায় আবাসিকে ঢুকে কাশ্মীরি ছাত্রদের মারধর করারও অভিযোগ ওঠে।

পাকিস্তান ম্যাচ জেতায় কাশ্মীরি পড়ুয়াদের মারধর, আহত কমপক্ষে ১০

ঘটনায় ভাই গুরুদাস ইঞ্জিয়ারিং কলেজের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্র সোচ্চার হয়ে বলছেন ‘আমরা ভারত ও পাকিস্তানে টি-২০ ম্যাচ দেখছিলাম। ঠিক সেই সময়ে উত্তরপ্রদেশে কয়েকজন ছাত্র আমাদের ঘরে ঢোকে। আমরা এখানে পড়তে এসেছি। আমরা কি ভারতীয় নই? মোদিজী এর জবাব দিন।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন কাশ্মীরি ছাত্র। এর মধ্যে ৪ জন রায়ত-বাহরা বিশ্ববিদ্যালয়ের। জানা গেছে, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে বিতর্ক দানা বাঁধে। এদের মধ্য রয়েছে পঞ্জাবের সাঙ্গুর জেলার ভাই গুরুদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও মোহালি খারার জেলার রায়ত ভারত বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

সাংগ্রুর জেলার পুলিশ সূত্রে খবর, ভাই গুরুদাস কলেজের হোস্টেলে রয়েছেন ৯০ কাশ্মীরি ও ৩০ জন উত্তরপ্রদেশের ছাত্র। খেলা শুরুর পর নাকি কয়েকজন ছাত্র ‘আজাদির স্লোগান’ দিতে থাকে। এই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে।

জে অ্যান্ড কে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মুখপাত্র নাসির খুয়েহামি একটি টুইট বার্তায় বলেন, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ছাত্ররা কাশ্মীরি ছাত্রদের ঘরে ঢোকে। তাদের হুমকি দেয় ও মারধর করে। ঘরের মধ্যেও তাণ্ডব চালায় তারা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি ও ডিজিপি পঞ্জাব পুলিশকে উদ্দেশ্য করে নাসির খুয়েহামি ট্যুইট বার্তায়, দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।