উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার উত্তপ্ত ভাঙড়। এবার ভাঙচুর চক মরিচা গ্রামে। পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। আর পুরো ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ গ্রগন করে পুলিশ। এর আগে ওয়াকফ আইনের বিরোধিতায় গত সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলে একালাজুড়ে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি-বাইক।বিক্ষোভ কারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন।আর তাঁর পরে শুক্রবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।জানা যায়, শুক্রবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চক মরিচা গ্রামে তৃণমূলের কার্যালয়ে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। শুধু তাই নয়,ভাঙচুরের পরধরিয়ে দেওয়া হয় আগুনও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।তবে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।আর এই ঘটনার প্রতিবাদে শনিবার তৃণমূলের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল হয় এলাকায়।
এ প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ভাঙড়কে বারবার অশান্ত করার চক্রান্ত করা হচ্ছে। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। মানুষকে বাঁচতে দেবে না। ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে।শুক্রবার রাতের পর শনিবারও থমথমে রয়েছে এলাকা। রয়েছে কড়া নিরাপত্তার চাদর।তবে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে ভাঙড়ের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

































