অপারেশন সিঁদুর: রাত জেগে নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী মোদি

- আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
- / 93
পুরের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। রাত জেগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালদের সঙ্গে ‘অপারেশন সিঁদুরে’ নজরদারি রেখেছেন প্রধানমন্ত্রী মোদি। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দ মতো সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লি। সেই মতো মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় বাহিনী।
পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। রাত জেগে গোটা ‘অপারেশন সিঁদুর’-এর উপর কড়া নজর রেখেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। আর ধারাবাহিক ভাবে তাঁকে পরিস্থিতি সম্পর্কে খবরাখবর দিয়ে গিয়েছেন অজিত ডোভাল।
সরকারি সূত্রে খবর, অপারেশনের সময় নজর রাখছিলেন প্রধানমন্ত্রী আর তার সঙ্গে ছিলেন ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফায় কথোকথন হয়েছে প্রধানমন্ত্রীর।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় বাহিনী। যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রকের দাবি, যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। এও জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। যদিও ভারতের হামলার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।