নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে কপ্টারটি
উত্তরাখণ্ডে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল হেলিকপ্টার, মর্মান্তিক মৃত্যু ৫ যাত্রীর

- আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 155
পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গাঙ্গনানির কাছে গঙ্গোত্রী মন্দিরে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বেসরকারি এক কোম্পানির হেলিকপ্টার। প্রশাসন জানিয়েছে, এদিন সকালে ঋষিকেশ-গঙ্গোত্রী জাতীয় মহাসড়কে পাইলট সহ মোট সাতজনকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন আহত।
রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) বলেছে, অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে যমুনোত্রীর খারসালি হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কপ্টারে সাতজন যাত্রী ছিলেন। চারজন মুম্বাই এবং দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। এদিন সকালে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে কপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন।