পুবের কলম, ওয়েবডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসে এই কথাই জানান তিনি। পূর্ব পরিকল্পনামাফিক বৃহস্পতিবার দেশে আসেন আরাঘচি। রুদ্ধদ্বার বৈঠক হয় এস জয় শঙ্করের সঙ্গে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরাঘচি দিল্লিতে অবতরণের পর দুদেশকে সংযমের আহ্বান জানিয়েছেন। এর আগে আরাঘচি পাকিস্তান সফরের সময়ও উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছিলেন। আরাঘচি বলেন, ‘আমরা আশা করি ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনা দ্রুত কমবে ।






























