০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক ‘দ্য ওয়্যার’ নিউজ পোর্টাল

চামেলি দাস
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 170

পুবের কলম, ওয়েবডেস্ক: আগেই কেন্দ্র সরকার নির্দেশ জারি করেছিল, ভারতীয় সেনার বিপক্ষে যেন কোনও খবর না করা হয়৷ তারপরও কিছু মিডিয়া উৎসাহী হয়ে পাকিস্তানের নানা পদক্ষেপ ও ভারতীয় আর্মির ক্ষয়ক্ষতির খবর করছিল৷ এই প্রেক্ষিতে নিউজ পোর্টাল দ্য ওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে দ্য ওয়্যার দাবি করেছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া ওই বিবৃতিতে দ্য ওয়ার আরও জানিয়েছে, তারা এই ‘সেন্সরশিপ’-এর বিরুদ্ধে লড়াই করবে এবং এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক 'দ্য ওয়্যার' নিউজ পোর্টাল

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

নিউজ পোর্টাল দ্য ওয়্যার-এর অ্যাকাউন্ট বন্ধ করে দেবার বিষয়টিকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন’ বলে জানিয়ে দ্য ওয়্যার বলেছে, এই পদক্ষেপ স্বেচ্ছাচারী এবং অবর্ণনীয়। তারা আরও জানিয়েছে, এই নির্দেশ চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর পরেও সত্য ও নির্ভুল খবর প্রকাশ চলবে।

আরও পড়ুন: দ্য ওয়্যারের অফিসে তল্লাশির নামে বাড়াবাড়ি করেছে পুলিশ : এডিটরস্ গিল্ড

সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে এক্স-কে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছে। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং ভারতে এই অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক ‘দ্য ওয়্যার’ নিউজ পোর্টাল

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আগেই কেন্দ্র সরকার নির্দেশ জারি করেছিল, ভারতীয় সেনার বিপক্ষে যেন কোনও খবর না করা হয়৷ তারপরও কিছু মিডিয়া উৎসাহী হয়ে পাকিস্তানের নানা পদক্ষেপ ও ভারতীয় আর্মির ক্ষয়ক্ষতির খবর করছিল৷ এই প্রেক্ষিতে নিউজ পোর্টাল দ্য ওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে দ্য ওয়্যার দাবি করেছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া ওই বিবৃতিতে দ্য ওয়ার আরও জানিয়েছে, তারা এই ‘সেন্সরশিপ’-এর বিরুদ্ধে লড়াই করবে এবং এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক 'দ্য ওয়্যার' নিউজ পোর্টাল

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

নিউজ পোর্টাল দ্য ওয়্যার-এর অ্যাকাউন্ট বন্ধ করে দেবার বিষয়টিকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন’ বলে জানিয়ে দ্য ওয়্যার বলেছে, এই পদক্ষেপ স্বেচ্ছাচারী এবং অবর্ণনীয়। তারা আরও জানিয়েছে, এই নির্দেশ চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর পরেও সত্য ও নির্ভুল খবর প্রকাশ চলবে।

আরও পড়ুন: দ্য ওয়্যারের অফিসে তল্লাশির নামে বাড়াবাড়ি করেছে পুলিশ : এডিটরস্ গিল্ড

সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে এক্স-কে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছে। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং ভারতে এই অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে।