০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সংঘর্ষ বিরতির পর সোমবার ভারত-পাকিস্তান আলোচনায় বসতে চলেছে

চামেলি দাস
  • আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
  • / 142

পুবের কলম, ওয়েডেস্ক: গত শনিবার বিকেলে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। সাংবাদিক বৈঠকে সে কথা জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ উঠে পাক সেনার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আজ, সোমবার ভারত এবং পাকিস্তান আলোচনায় বসতে চলেছে। সংঘর্ষবিরতির পর এটিই প্রথম আলোচনা। দু’পক্ষের আলোচনায় কোন কোন বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে আমজনতার মনে। সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইতিমধ্যে পাক সেনার ডিজিএমও-কে হটলাইনে বার্তা পাঠিয়েছেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই। রবিবার সন্ধ্যায় তিন বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে, কেন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সঙ্গে এ-ও জানানো হয়েছে, পাকিস্তানই সংঘর্ষবিরতি চেয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংঘর্ষ বিরতির পর সোমবার ভারত-পাকিস্তান আলোচনায় বসতে চলেছে

আপডেট : ১২ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েডেস্ক: গত শনিবার বিকেলে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। সাংবাদিক বৈঠকে সে কথা জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ উঠে পাক সেনার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আজ, সোমবার ভারত এবং পাকিস্তান আলোচনায় বসতে চলেছে। সংঘর্ষবিরতির পর এটিই প্রথম আলোচনা। দু’পক্ষের আলোচনায় কোন কোন বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে আমজনতার মনে। সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইতিমধ্যে পাক সেনার ডিজিএমও-কে হটলাইনে বার্তা পাঠিয়েছেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই। রবিবার সন্ধ্যায় তিন বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে, কেন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সঙ্গে এ-ও জানানো হয়েছে, পাকিস্তানই সংঘর্ষবিরতি চেয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং