রাজগীরে এশিয়া কাপ হকিতে অনিশ্চিত পাকিস্তান

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 140
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আবহে আসন্ন এশিয়া কাপে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। প্রতিযোগিতা হবে রাজগীরে, আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের এশিয়া কাপ আগামী বছরের হকি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্ব হিসেবেই গণ্য করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান এবং চিনা তাইপের।
পাকিস্তানের অংশ নেওয়া প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং বলেন, ‘এই বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে চলব। পহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং ‘অপারেশন সিন্দুর’-এর পরে পাকিস্তানের ভারতে এসে খেলা নিয়ে কোনও ভবিষ্যৎ-বাণী করা সম্ভব নয়। টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি রয়েছে। দেখা যাক কী হয়। ’ হকি ফেডারেশনের আর এক কর্তা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মনে হয় না, সরকার পাকিস্তান দলকে ভারতে আসার সবুজ সংকেত দেবে।পাক দলের রাজগীরে খেলার সম্ভাবনা বেশ কমই।’
পাকিস্তান যদি না আসতে পারে তাহলে টুর্নামেন্ট আয়োজিত হবে তাদের ছাড়াই। এশিয়ান হকি ফেডারেশন ঠিক করবে, প্রতিযোগিতা তা হলে সাত দলের হবে নাকি নতুন কোনও দলকে নেওয়া হবে। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, নতুন কোনও দল নেওয়া হলে সেটা হতে পারে বাংলাদেশ।