০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

NEET 2025: সম্ভাব্য ফল ১৪ জুন

সুস্মিতা
  • আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
  • / 171

পুবের কলম ওয়েবডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি (স্নাতক) -এর (NEET) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ জুন। নিট পরীক্ষা হয় ৪ মে, দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত। পরীক্ষা পরিচালনার পর পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, ২০২৫ সালের মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে অস্থায়ী নিট ২০২৫-এর উত্তর কি প্রকাশ করা হবে এবং চূড়ান্ত উত্তর কি নিট ফলাফলের সঙ্গে প্রকাশিত হবে। নিটের ফলাফল অনলাইনে ঘোষণা করা হবে। দু’টি ফর্মে, মেধা তালিকা এবং স্কোর কার্ড থাকবে। নিট ফলাফল বা স্কোর কার্ডে প্রার্থীদের সামগ্রিক এবং বিষয়ভিত্তিক স্কোর, শতকরা হার, সর্বভারতীয় র‌্যাঙ্ক এবং নিট ২০২৫-এর কাটঅফের তথ্য থাকবে।

শুধুমাত্র নিটের (NEET) কাটঅফ নম্বরপ্রাপ্ত প্রার্থীরা পরীক্ষার জন্য যোগ্য হবেন এবং নিট ২০২৫ কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণে সুযোগ পাবেন । ২০২৫-এর নিট ইউজি-র মোট পরীক্ষার্থী ছিল ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি। দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে নিট ইউজি-র পরীক্ষা নেওয়া হয়। এর পাশাপাশি বিদেশে ১৩টি শহরে নিট পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NEET 2025: সম্ভাব্য ফল ১৪ জুন

আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি (স্নাতক) -এর (NEET) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ জুন। নিট পরীক্ষা হয় ৪ মে, দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত। পরীক্ষা পরিচালনার পর পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, ২০২৫ সালের মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে অস্থায়ী নিট ২০২৫-এর উত্তর কি প্রকাশ করা হবে এবং চূড়ান্ত উত্তর কি নিট ফলাফলের সঙ্গে প্রকাশিত হবে। নিটের ফলাফল অনলাইনে ঘোষণা করা হবে। দু’টি ফর্মে, মেধা তালিকা এবং স্কোর কার্ড থাকবে। নিট ফলাফল বা স্কোর কার্ডে প্রার্থীদের সামগ্রিক এবং বিষয়ভিত্তিক স্কোর, শতকরা হার, সর্বভারতীয় র‌্যাঙ্ক এবং নিট ২০২৫-এর কাটঅফের তথ্য থাকবে।

শুধুমাত্র নিটের (NEET) কাটঅফ নম্বরপ্রাপ্ত প্রার্থীরা পরীক্ষার জন্য যোগ্য হবেন এবং নিট ২০২৫ কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণে সুযোগ পাবেন । ২০২৫-এর নিট ইউজি-র মোট পরীক্ষার্থী ছিল ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি। দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে নিট ইউজি-র পরীক্ষা নেওয়া হয়। এর পাশাপাশি বিদেশে ১৩টি শহরে নিট পরীক্ষার ব্যবস্থা করা হয়।