শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আনা হচ্ছে প্রস্তাব

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 176
পুবের কলম ওয়েবডেস্ক : আগামী ৯ জুন থেকে শুরু হতে পারে বিধানসভার পরবর্তী অধিবেশন, যা চলবে দু-সপ্তাহের মতো। সেই অধিবেশনে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় আনা হচ্ছে প্রস্তাব। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানান| তবে কোন দিন এই প্রস্তাব উত্থাপিত হবে সেই দিনটি এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সেই দিনটি চূড়ান্ত হবে|
আসন্ন অধিবেশনের রাজ্য সংখ্যালঘু কমিশন আইনের একটি সংশোধনীসহ একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি রাজ্যপাল হাওড়া মিউনিসিপাল বিল (সংশোধনী ) সহ কয়েকটি বিলে স্বাক্ষর করেছেন। সেই বিল নিয়েও আলোচনা হতে পারে আগামী অধিবেশনে।