০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবসরের পর ফের লাল বলের ক্রিকেটে বিরাট

সুস্মিতা
  • আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
  • / 120

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র তিনদিন আগেই সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগেই বিরাটের অবসর ভারতীয় ক্রিকেটকে বিষাদগ্রস্ত করে তুলেছে। অনেকেই জানিয়ে দিয়েছেন আর তারা কেউই টেস্ট ক্রিকেট দেখবেন না। সেটাই স্বাভাবিক। কারণ শচীন তেন্ডুলকরের পর আধুনিক ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেটার বিরাট কোহলি। অনেক রকম আখ্যায় তাঁকে ভূষিতও করা হয়। ইংল্যান্ড সফরের আগে তাঁর শারীরিক ফিটনেসও ছিল উল্লেখ করার মতো।

কিন্তু আচমকাই বিরাট জানিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন। বিসিসিআইয়ের কয়েকজন প্রভাবশালী কর্তার অনুরোধও তিনি শোনেননি। কিন্তু এত কিছুর পরেও বিরাটের সাদা জার্সিতে লাল বলে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না তাঁর অনুরাগীরা। ফের লাল বলে খেলতে দেখা যাবে কিং কোহলিকে।

ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব মিডলসেক্স বিরাটকে প্রস্তাব দিয়েছে তাদের দলের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার। বিরাট এখন অনেকটাই ফ্রি। কারণ আইপিএল ছাড়া তাঁর কাছে কোনও টি-২০ ক্রিকেট নেই। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে নিয়েছেন। শুধুমাত্র আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তিনি খেলবেন। তাই সেদিক থেকে দেখতে গেলে অন্য প্রতিযোগিতায় খেলতে গেলে বিরাটের কোনও অসুবিধে নেই। বিশেষ করে কাউন্টি ক্রিকেট চলাকালীন ভারতের যদি কোনও ওয়ানডে ম্যাচ বা প্রতিযোগিতা থাকে, সেক্ষত্রেই একমাত্র কাউন্টিতে খেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বিরাটের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে সেই সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
তাই এসব দেখেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল মিডলসেক্স বিরাটকে তাদের দলে পেতে মরিয়া।

তবে বিরাট কোহলি এখনও এব্যাপারে কিছু জানাননি। যতটুকু জানা গিয়েছে বিরাটকে কাউন্টি ক্রিকেট খেলতে দিতে বিসিসিআইয়েরও কোনও বাধা নেই। কারণ বোর্ডের বার্ষিক চুক্তিতে বিরাট টি-২০ ও ওয়ানডের মাঝে অন্য কোথাও খেলতে পারবেন না। বিশেষ করে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ’ প্রতিযোগিতায় খেলার ক্ষেত্রে তাঁর প্রতিবন্ধকতা রয়েছে। তবে টেস্ট থেকে সরকারীভাবে অবসর নিয়ে ফেলায় তাঁর কাউন্টিতে যেতে কোনও বাধা নেই।

মিডলসেক্স তাঁকে প্রস্তাব পাঠালেও বিরাট এখনও এ ব্যাপারে কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে তিনি সত্ত্বর রাজি হয়ে যাবেন। কারণ তাঁর অভিন্নহৃদয় বন্ধু নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে নিশ্চিত করে ফেলেছে মিডলসেক্স। কিউয়ি তারকা ইতিমধ্যেই ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাবকে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। মিডলসেক্সও আশাবাদি বিরাটও ককেয়কদিনের মধ্যেই তাদের প্রস্তাবে সাড়া দিয়ে দেবেন।

তাছাড়া ইংল্যান্ডের ক্লাবে বিরাটের খেলার আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে অন্য কারণে। মাঝেমধ্যেই এখন বিরাট-অনুষ্কা সপরিবার ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এমনটাও শোনা যাচ্ছে, সেখানেই নাকি পরিবার নিয়ে সেট্ল হতে পারেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার বিরাটকে নিজেদের কাউন্টি দলে পেতে চাইছে মিডলসেক্স কাউন্টি দল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবসরের পর ফের লাল বলের ক্রিকেটে বিরাট

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র তিনদিন আগেই সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগেই বিরাটের অবসর ভারতীয় ক্রিকেটকে বিষাদগ্রস্ত করে তুলেছে। অনেকেই জানিয়ে দিয়েছেন আর তারা কেউই টেস্ট ক্রিকেট দেখবেন না। সেটাই স্বাভাবিক। কারণ শচীন তেন্ডুলকরের পর আধুনিক ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেটার বিরাট কোহলি। অনেক রকম আখ্যায় তাঁকে ভূষিতও করা হয়। ইংল্যান্ড সফরের আগে তাঁর শারীরিক ফিটনেসও ছিল উল্লেখ করার মতো।

কিন্তু আচমকাই বিরাট জানিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন। বিসিসিআইয়ের কয়েকজন প্রভাবশালী কর্তার অনুরোধও তিনি শোনেননি। কিন্তু এত কিছুর পরেও বিরাটের সাদা জার্সিতে লাল বলে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না তাঁর অনুরাগীরা। ফের লাল বলে খেলতে দেখা যাবে কিং কোহলিকে।

ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব মিডলসেক্স বিরাটকে প্রস্তাব দিয়েছে তাদের দলের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার। বিরাট এখন অনেকটাই ফ্রি। কারণ আইপিএল ছাড়া তাঁর কাছে কোনও টি-২০ ক্রিকেট নেই। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে নিয়েছেন। শুধুমাত্র আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তিনি খেলবেন। তাই সেদিক থেকে দেখতে গেলে অন্য প্রতিযোগিতায় খেলতে গেলে বিরাটের কোনও অসুবিধে নেই। বিশেষ করে কাউন্টি ক্রিকেট চলাকালীন ভারতের যদি কোনও ওয়ানডে ম্যাচ বা প্রতিযোগিতা থাকে, সেক্ষত্রেই একমাত্র কাউন্টিতে খেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বিরাটের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে সেই সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
তাই এসব দেখেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল মিডলসেক্স বিরাটকে তাদের দলে পেতে মরিয়া।

তবে বিরাট কোহলি এখনও এব্যাপারে কিছু জানাননি। যতটুকু জানা গিয়েছে বিরাটকে কাউন্টি ক্রিকেট খেলতে দিতে বিসিসিআইয়েরও কোনও বাধা নেই। কারণ বোর্ডের বার্ষিক চুক্তিতে বিরাট টি-২০ ও ওয়ানডের মাঝে অন্য কোথাও খেলতে পারবেন না। বিশেষ করে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ’ প্রতিযোগিতায় খেলার ক্ষেত্রে তাঁর প্রতিবন্ধকতা রয়েছে। তবে টেস্ট থেকে সরকারীভাবে অবসর নিয়ে ফেলায় তাঁর কাউন্টিতে যেতে কোনও বাধা নেই।

মিডলসেক্স তাঁকে প্রস্তাব পাঠালেও বিরাট এখনও এ ব্যাপারে কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে তিনি সত্ত্বর রাজি হয়ে যাবেন। কারণ তাঁর অভিন্নহৃদয় বন্ধু নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে নিশ্চিত করে ফেলেছে মিডলসেক্স। কিউয়ি তারকা ইতিমধ্যেই ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাবকে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। মিডলসেক্সও আশাবাদি বিরাটও ককেয়কদিনের মধ্যেই তাদের প্রস্তাবে সাড়া দিয়ে দেবেন।

তাছাড়া ইংল্যান্ডের ক্লাবে বিরাটের খেলার আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে অন্য কারণে। মাঝেমধ্যেই এখন বিরাট-অনুষ্কা সপরিবার ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এমনটাও শোনা যাচ্ছে, সেখানেই নাকি পরিবার নিয়ে সেট্ল হতে পারেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার বিরাটকে নিজেদের কাউন্টি দলে পেতে চাইছে মিডলসেক্স কাউন্টি দল।