চেয়েছিলেন ধোনির মত অবসর নিতে! রোহিতের প্রস্তাবে ‘না’ বোর্ডের

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। হঠাৎ করে পাঁচ দিনের ব্যবধানে এই দু’জনের অবসর নিয়ে বিস্তর জল্পনা চলছে ক্রিকেট মহলে। আর বুধবার টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিতের অবসর নিয়ে নতুন একটি তথ্য সামনে এল। জানা গিয়েছে, রোহিত নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার আগে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং একটি বিশেষ শর্তও রাখেন। কিন্তু বোর্ড কর্তারা তাঁর সেই আবেদন নাকচ করে দেন। তারপরেই তড়িঘড়ি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ‘হিটম্যান।’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, রোহিত চেয়েছিলেন আর এক কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ‘স্টাইলে’ অবসর নিতে। সেটা কেমন? ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সফরের দ্বিতীয় টেস্টের পরেই অবসরের কথা জানান ধোনি। রোহিত চেয়েছিলেন, আসন্ন ইংল্যান্ড সফরের মাঝপথে তেমনভাবেই টেস্টকে বিদায় বলা। কিন্তু তাঁর এই ইচ্ছেতে সায় দেননি বোর্ড কর্তারা। ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে। বোর্ড নাকি চেয়েছিল, রোহিত ইংল্যান্ড সফরে যান তবে সেটা অধিনায়ক হিসেবে নয়। তাতে স্বাভাবিকভাবেই রাজি হননি ভারত অধিনায়ক। বোর্ড তাঁকে এ-ও জানিয়ে দেয়, নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিল, ঋষভ পন্থের নাম ভাবছেন তারা। এই সব শোনার পরে সামাজিক মাধ্যমে অবসরের কথা ঘোষনা করে দেন রোহিত। পাঁচ দিন পরেই অধিনায়কের পথে হেঁটে টেস্টকে বিদায় জানিয়ে দেন বিরাট কোহলিও।