ওমর আবদুল্লার সঙ্গে তৃণমূলের প্রতিনিধ দলের বৈঠক, পুঞ্চ ও রাজৌরিতে যাবে প্রতিনিধি দল

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 165
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার পুঞ্চের পর শুক্রবার রাজৌরিতে যাবে ওই প্রতিনিধি দল। তৃণমূলের ওই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর। এ দিন মানস বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেছি। পাকিস্তান থেকে যে গোলা-গুলি ছোড়া হয়েছে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের সমবেদনা জানাতে আমার পুঞ্চে যাব। আগামিকাল রাজৌরি যাব।’
পহেলগাঁও জঙ্গি হামলার পর পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরবর্তীকালে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। একের পর এক বাড়িতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তৃণমূল কংগ্রেসের তরফে সেই সব ক্ষতিগ্রস্ত কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার কলকাতায় ফিরে এই দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দেবে।
The loss of civilian lives in Poonch and Rajouri due to heavy firing and shelling by Pakistan along the LoC has deeply pained us.
Our 5-member delegation met with Hon’ble CM @OmarAbdullah and is now headed to Poonch to express solidarity with the victims’ families. pic.twitter.com/UWCyMggbBZ
— All India Trinamool Congress (@AITCofficial) May 22, 2025