১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

চামেলি দাস
  • আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 210

পুবের কলম, ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনার বলি ১১ বছরের এক কিশোর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। মৃত ওই কিশোরের নাম উজ্জ্বল মণ্ডল। এক বন্ধুর সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল ওই কিশোর। মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি এলাকায় একটি ষোলো চাকার ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে। মুহূর্তে রাস্তায় ছিটকে পড়ে উজ্জ্বল ও তার বন্ধু। তার বন্ধু কোনও ক্রমে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বলের। এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। উত্তেজিত জনতা ট্রাক ভাঙচুর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় মহেশতলা থানার পুলিশ। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ উজ্জ্বল ও তার এক বন্ধু সাইকেলে চেপে ফুলবাগান থেকে বাড়ি ফিরছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই প্রবল গতিতে আসা একটি ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে। স্থানীয় লোকজন পথ অবরোধ শুরু করেন। এ দিকে অশান্তির খবর পেয়ে মহেশতলা থানা থেকে বিশাল ফোর্স হাজির হয় ঘটনাস্থলে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। তার পরই অবস্থান ওঠে। এলাকার লোকজনের দাবি, এলাকা দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ক্যাশলেস চিকিৎসা, নতুন ব্যবস্থা চালুর পথে রাজ্য

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনার বলি ১১ বছরের এক কিশোর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। মৃত ওই কিশোরের নাম উজ্জ্বল মণ্ডল। এক বন্ধুর সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল ওই কিশোর। মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি এলাকায় একটি ষোলো চাকার ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে। মুহূর্তে রাস্তায় ছিটকে পড়ে উজ্জ্বল ও তার বন্ধু। তার বন্ধু কোনও ক্রমে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বলের। এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। উত্তেজিত জনতা ট্রাক ভাঙচুর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় মহেশতলা থানার পুলিশ। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ উজ্জ্বল ও তার এক বন্ধু সাইকেলে চেপে ফুলবাগান থেকে বাড়ি ফিরছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই প্রবল গতিতে আসা একটি ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে। স্থানীয় লোকজন পথ অবরোধ শুরু করেন। এ দিকে অশান্তির খবর পেয়ে মহেশতলা থানা থেকে বিশাল ফোর্স হাজির হয় ঘটনাস্থলে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। তার পরই অবস্থান ওঠে। এলাকার লোকজনের দাবি, এলাকা দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ক্যাশলেস চিকিৎসা, নতুন ব্যবস্থা চালুর পথে রাজ্য