প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, ভাসতে পারে সাত জেলা

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 318
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতা-সহ আশপাশের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল নিত্য অফিসযাত্রীরা। আগামী কয়েক দিন ওই আবহাওয়াই থাকবে শহর কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বলে আবহাওয়া সূত্রে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বৃষ্টি কমবে কবে? কী বলছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাংলায় কার্যত দুর্যোগের ভয় রয়েছে। দক্ষিণবঙ্গেও এবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার দক্ষিণের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কিছু অঞ্চলে একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। অপরদিকে, বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ৩০ ও ৩১ মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে আরও বাড়বে বৃষ্টি-বাদলা বলে দাবি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, ২৮ মে (বুধবার) বৃষ্টি হতে পারে;-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর।
কবে-কবে কোথায় কোথায় বৃষ্টি?
২৯ মে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান
৩০ মে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলা। এর মধ্যে হুগলি,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণ হবে। এ ছাড়াও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
৩১ মে শনিবার বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদে তবে কোথায়-কবে বৃষ্টি হচ্ছে সেই পূর্বাভাস দেওয়া হলেও, এখনও আবহাওয়া অফিসের তরফে জানানো হয়নি বৃষ্টি কমবে ঠিক কবে?