আগামী মরশুমে সিএসকে-র ব্যাটিং কোচ রায়না!

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: এ বার সবচেয়ে লজ্জাজনক ভাবে আইপিএল শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ১৪টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। প্রথমবার সবার শেষে শেষ করছে মহেন্দ্র সিং ধোনিরা। রবিবার নিজেদের শেষ ম্যাচে অবশ্য গুজরাত টাইটন্সকে হারিয়েছে সিএসকে। এই ম্যাচ শেষ হওয়র পরে নিজের অবসর জল্পনা জিইয়ে রেখেছেন ধোনি। তবে এ দিন ইঙ্গিত পাওয়া গিয়েছে, আগামী মরশুমে দলের ব্যাটিং কোচের পরিবর্তন করা হতে পারে। আর সেটা নাকি হতে চলেছে ধোনির ইচ্ছেতেই। প্রসঙ্গত, বর্তমানে সিএসকের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন মাইকেল হাসি। শোনা যাচ্ছে, নতুন মরশুমে ভারত তথা সিএসকের প্রাক্তন তারকা সুরেশ রায়নাকে চেন্নাইয়ের ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে। ধোনির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সবাই জানে।
রবিবার গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না ও আকাশ চোপড়া। সেখানেই রায়না বলেন, ‘ আগামী মরশুমে নতুন ব্যাটিং কোচ দেখা যাবে সিএসকেতে। ’ আকাশ তখন জানতে চান, নতুন কোচের নামের প্রথম অক্ষর কী ‘এস’ ? যার উত্তরে রায়না বলেন, ‘নতুন কোচের আইপিএলে oুততম অর্ধশতরান করার রেকর্ড রয়েছে।’ ঘটনাচক্রে রায়নার নামের প্রথম এক্ষর ‘এস’ (সুরেশ) এবং সিএসকের হয়ে অর্ধশতরানও করেছেন রায়না। ফলে, তাঁকে যদি আগামী মরশুমে সিএসকের ব্যাটিং কোচ হিসেবে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।