০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টি-২০র্ র‍্যাঙ্কিয়ে পাঁচে কোহলি; এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্কঃ  টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেও– টি-২০র্ র‍্যাঙ্কিংয়ে  ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নীচে নেমে গেলেন ভারত অধিনায়ক  বিরাট কোহলি। ব্যাটসম্যানদের মধ্যে তিনি এখন  রয়েছেন পাঁচ নম্বরে। পিছিয়েছেন আর এক ভারতীয় কে এল রাহুলও। পাক ম্যাচে যিনি ব্যার্থ হন। দু’ধাপ নেমে রাহুল রয়েছেন অষ্টম স্থানে।  টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

তাঁর সংগ্রহে ৮৩১ পয়েন্ট। মাত্র ১১ পয়েন্ট কম নিয়ে  নিয়ে দু’নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা পাকিস্তানের মুহাম্মদ রিজওয়ান রয়েছেন  চার নম্বর স্থানে। তিনে দক্ষিণ আফ্রিকার মার্করাম।

আরও পড়ুন: ভোটের মাঠেও ছক্কা হাঁকিয়ে জিতলেন ক্রিকেটার সাকিব

এদিকে টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ফের এক নম্বরে চলে এলেন বাংলাদেশের শাকিব আল হাসান। তাঁর সংগ্রহে রয়েছে ২৯৫ পয়েন্ট। তারপরেই  রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মুহাম্মদ নবি (২৭৫ পয়েন্ট)। অলরাউন্ডারদের  মধ্যে প্রথম দশে কোনও ভারতীয় জায়গা পাননি। 

আরও পড়ুন: ক্রিকেটে বিশ্বসেরা শাকিব আল হাসান জিতলেন অনুরাগীদের হৃদয়

টি-২০ বোলারদের তালিকাও  প্রথম দশে  নেই কোনও ভারতীয়। ৭৫০ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার ওয়ানিন্দু ডি সিলভা ( ৭২৬ পয়েন্ট) এবং আফানিস্তান তারকা রশিদ খান ( ৭২০ পয়েন্ট)।

আরও পড়ুন: প্লেঅফের আগে শিবির ছাড়ছেন শাকিব আল হাসান ! বিপাকে পড়তে পারে KKR

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টি-২০র্ র‍্যাঙ্কিয়ে পাঁচে কোহলি; এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেও– টি-২০র্ র‍্যাঙ্কিংয়ে  ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নীচে নেমে গেলেন ভারত অধিনায়ক  বিরাট কোহলি। ব্যাটসম্যানদের মধ্যে তিনি এখন  রয়েছেন পাঁচ নম্বরে। পিছিয়েছেন আর এক ভারতীয় কে এল রাহুলও। পাক ম্যাচে যিনি ব্যার্থ হন। দু’ধাপ নেমে রাহুল রয়েছেন অষ্টম স্থানে।  টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

তাঁর সংগ্রহে ৮৩১ পয়েন্ট। মাত্র ১১ পয়েন্ট কম নিয়ে  নিয়ে দু’নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা পাকিস্তানের মুহাম্মদ রিজওয়ান রয়েছেন  চার নম্বর স্থানে। তিনে দক্ষিণ আফ্রিকার মার্করাম।

আরও পড়ুন: ভোটের মাঠেও ছক্কা হাঁকিয়ে জিতলেন ক্রিকেটার সাকিব

এদিকে টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ফের এক নম্বরে চলে এলেন বাংলাদেশের শাকিব আল হাসান। তাঁর সংগ্রহে রয়েছে ২৯৫ পয়েন্ট। তারপরেই  রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মুহাম্মদ নবি (২৭৫ পয়েন্ট)। অলরাউন্ডারদের  মধ্যে প্রথম দশে কোনও ভারতীয় জায়গা পাননি। 

আরও পড়ুন: ক্রিকেটে বিশ্বসেরা শাকিব আল হাসান জিতলেন অনুরাগীদের হৃদয়

টি-২০ বোলারদের তালিকাও  প্রথম দশে  নেই কোনও ভারতীয়। ৭৫০ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার ওয়ানিন্দু ডি সিলভা ( ৭২৬ পয়েন্ট) এবং আফানিস্তান তারকা রশিদ খান ( ৭২০ পয়েন্ট)।

আরও পড়ুন: প্লেঅফের আগে শিবির ছাড়ছেন শাকিব আল হাসান ! বিপাকে পড়তে পারে KKR