পুবের কলম ওয়েবডেস্ক: বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সই করা বিজ্ঞপ্তি প্রকাশ। তাতে বলা হয়েছে, পড়ুয়াদের সোশাল মিডিয়ায় কার্যকলাপের উপর কড়া নজরদারি রাখা হবে। তাই পড়ুয়া এবং এক্সচেঞ্জ পড়ুয়াদের ভিসা দেওয়া আপাতত বন্ধ। উল্লেখ্য, দিনকয়েক আগেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়া ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সব শিক্ষাক্ষেত্রের বিদেশি পড়ুয়াদের উপরেই কড়াকড়ি করা হচ্ছে।
মঙ্গলবার আপাতত এফ, এম এবং জে ভিসার আবেদনপত্রের ইন্টারভিউ স্থগিত রাখার কথা জানায় মার্কিন বিদেশ দফতর। এই ভিসাগুলি মূলত পড়ুয়াদের জন্যই। বিশ্বের সমস্ত মার্কিন কনসুলেটকে এই ভিসার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। আবেদনকারীদের সোশাল মিডিয়া খুঁটিয়ে দেখা হবে। তাঁদের কোনও পোস্ট আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক কিনা, সেটাও বিবেচনা করবে মার্কিন প্রশাসন।
মার্কিন মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “আমরা তো নজরদারি করব। আমাদের হাতে যা কিছু প্রযুক্তি আছে, সমস্ত কিছু ব্যবহার করে বিচার করা হবে ভিসার আবেদনপত্র। পড়ুয়া হোক বা অন্য কেউ, তাদের মধ্যে কোনও অপরাধপ্রবণতা নেই সেটা নিশ্চিত করতে হবে। যতদিনের জন্যই আমেরিকার ভিসা নেওয়া হোক না কেন, এই পরীক্ষার মধ্য পড়তে হবেই। আশা করি, কাদের আমেরিকায় প্রবেশের যোগ্যতা রয়েছে সেটা আমরা এই নজরদারি থেকে বুঝতে পারব।”





























