২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শোপিয়ান দুই জঙ্গি পাকড়াও, উদ্ধার প্রচুর অস্ত্র

চামেলি দাস
  • আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 140

পুবের কলম ওয়েবডেস্ক:  ফের উপত্যকা থেকে জঙ্গি গ্রেফতার। শোপিয়ান জেলা থেকে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। বুধবার রাতে পুঞ্চের বাসকুচান এলাকায় যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ।

অভিযানের বিবরণ দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুঞ্চের বাসকুচান এলাকায় একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন  শুরু করে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

“সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করা যায়। এলাকাটিকে ঘেরাও করা হয়। কাছাকাছি একটি বাগানে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা যায়। বাহিনীর দ্রুত এবং কৌশলগত পদক্ষেপের ফলে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি আত্মসমপ্রণ করতে বাধ্য হয়। যার ফলে গুলির লড়াই এড়ানো সম্ভব হয়েছে।” ইরফান বশির এবং উজাইর সালাম নামে দু’জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগজিন, ১০২ রাউন্ড গুলি, দুটটি হ্যান্ড গ্রেনেড, দুটটি থলি, নগদ ৫,৪০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি স্মার্টওয়াচ এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শোপিয়ান দুই জঙ্গি পাকড়াও, উদ্ধার প্রচুর অস্ত্র

আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ফের উপত্যকা থেকে জঙ্গি গ্রেফতার। শোপিয়ান জেলা থেকে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। বুধবার রাতে পুঞ্চের বাসকুচান এলাকায় যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ।

অভিযানের বিবরণ দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুঞ্চের বাসকুচান এলাকায় একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন  শুরু করে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

“সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করা যায়। এলাকাটিকে ঘেরাও করা হয়। কাছাকাছি একটি বাগানে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা যায়। বাহিনীর দ্রুত এবং কৌশলগত পদক্ষেপের ফলে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি আত্মসমপ্রণ করতে বাধ্য হয়। যার ফলে গুলির লড়াই এড়ানো সম্ভব হয়েছে।” ইরফান বশির এবং উজাইর সালাম নামে দু’জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগজিন, ১০২ রাউন্ড গুলি, দুটটি হ্যান্ড গ্রেনেড, দুটটি থলি, নগদ ৫,৪০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি স্মার্টওয়াচ এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি