পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা শীঘ্রই ভারতে ফিরে আসবেন: রাজনাথ

- আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 173
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তান অধুষিত কাশ্মীরের মানুষ শীঘ্রই ভারতে ফিরে আসবে বলে আশাপ্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) মানুষ ভারতীয় পরিবারের অংশ। আর সেই দিন খুব বেশি দূরে নয় যখন তারা স্বেচ্ছায় ভারতের মূলধারায় ফিরে আসবে।
পাকিস্তানের প্রতি ভারতের নীতিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে রাজনাথ বলেন, কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের রণনীতি নতুন করে সাজিয়েছে এবং নতুন করে সংজ্ঞায়িত করেছে। আর পাকিস্তানের সাথে যদি কোনও আলোচনায় বসতে হয় তাহলে সেই আলোচনা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে।
বৃহস্পতিবার সিআইআই বিজনেস সামিটে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে মন্ত্রী আরও বলেন, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ‘নিজেদের পরিবারের অংশ’ বলে মনে রাজনাথের কথায়, ‘আমি বিশ্বাস করি যে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের নিজেদের, আমাদের পরিবারের অংশ।’
পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশ্য করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের ভাইদের মধ্যে যারা আজ ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন, তারাও একদিন তাদের অন্তরাত্মার ডাক শুনে ভারতের মূলধারায় ফিরে আসবে। পাক অধিকৃত কাশ্মীরের বেশিরভাগ মানুষ ভারতের সাথে ‘গভীর সংযোগ’ অনুভব করে। সেখানকার কিছু লোক শুধুমাত্র ‘বিপথগামী’। ভারত সবসময় হৃদয় সংযোগের কথা বলে। আমরা বিশ্বাস করি ভালোবাসা, ঐক্য এবং সত্যের পথে হেঁটে, সেই দিন খুব বেশি দূরে নয় যখন আমাদের নিজস্ব অংশ অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, ফিরে আসবে এবং বলবে, ‘আমিও ভারত, আমি ফিরে এসেছি’।’’
পাকিস্তানকে নিশানা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘ইসলামাবাদ এখন বুঝতে পেরেছে যে সন্ত্রাসবাদের জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। ভারতের প্রতিরক্ষা রফতানি ১০ বছর আগে ১,০০০ কোটি টাকারও কম ছিল। কিন্তু এখন তা ২৩,৫০০ কোটি টাকার রেকর্ড অঙ্কে পৌঁছেছে। এটি আজ প্রমাণিত যে, ভারতের নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক-ইন-ইন্ডিয়া’ অপরিহার্য। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের স্বদেশী অস্ত্র-ব্যবস্থা সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছিল কারণ আমাদের প্ল্যাটফর্ম এবং সিস্টেমগুলি তাদের শক্তি প্রদর্শন করেছিল। আজ আমরা শুধুমাত্র যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছি তাই নয়, আমরা নতুন যুগের যুদ্ধ প্রযুক্তির জন্যও প্রস্তুতি নিচ্ছি।’’
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য, এতদিন কেন্দ্র পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার কথা বলছিল, আর এখন রাজনাথ সিং বলছেন, শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতে ফিরে আসবে।