চিনা পড়ুয়াদের ভিসা বাতিলের সিদ্ধান্ত ‘অন্যায়’: বেজিং
- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 159
পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার চিনা পড়ুয়াদের ভিসা বাতিলের ঘোষণার পরেই নিজেদের বক্তব্য জানাল চিন। বুধবার চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমেরিকা আদর্শ এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে অন্যায়ভাবে চিনা ছাত্রদের ভিসা বাতিল করেছে। এতে তাদের বৈধ অধিকার ক্ষুণ্ণ হবে এবং দুই দেশের মানুষের মধ্যে স্বাভাবিক শিক্ষাবিনিময় বাধাগ্রস্ত হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।’ তিনি আরও বলেন, আমেরিকা সব সময় নিজেদের স্বাধীন ও উন্মুক্ত দেশ হিসেবে দাবি করে আসছে, কিন্তু এই রাজনৈতিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত সেই মিথ্যার মুখোশ খুলে দিয়েছে।’
ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকে আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু হয়েছে। এ সময় অনেক বিদেশি ছাত্রের ভিসা অপ্রত্যাশিতভাবে বাতিলের ঘটনা ঘটেছে। বিশেষ করে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ ও অন্যান্য কারনে বিদেশি ছাত্রদের ওপর কঠোরতা আরও বেড়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ো সম্প্রতি জানিয়েছেন, চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা ছাত্রদের ভিসা বাতিল করা হতে পারে। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে চিন ও হংকং থেকে আসা ভিসা আবেদনকারীদের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা ও কঠোরতা অবলম্বন করা হবে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোও আবেদন গ্রহণের আগে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে বিশ্বের বিভিন্ন মার্কিন দূতাবাস সাময়িকভাবে ছাত্র ভিসার সাক্ষাৎকার বন্ধ রেখেছে। রুবিয়ো জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার কারণে আমেরিকা দেশের বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জন্য আমেরিকায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশি ছাত্রদের মধ্যে ভারতীয়দের পরেই সবচেয়ে বেশি চিনা ছাত্র রয়েছে। তাই এই সিদ্ধান্তে বহু চিনা ছাত্রদের ওপর প্রভাব পড়বে।




























