ওড়িশায় জানলা দিয়ে উড়ছে টাকা !

- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 132
ইঞ্জিনিয়ারের বাড়িতে আড়াই কোটি টাকা উদ্ধার, বিপুল সম্পত্তির মালিক কী করে হলেন খতিয়ে দেখা হচ্ছে
পুবের কলম ওয়েবডেস্ক: জানলা দিয়ে উড়ছে টাকা।আকাশে উড়ছে ৫০০, ২০০, ১০০ টাকার নোট। টাকা নিতে নীচে ব্যাপক হুড়োহুড়ি।জানলা দিয়ে হাত গলিয়ে একের পর এক টাকার বান্ডিল ফ্ল্যাটের নীচে ফেলছেন এক ইঞ্জিনিয়ার। শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখেছিল ওড়িশার ভুবনেশ্বরের সাধারণ মানুষ। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছিলেন ভিজিল্যান্সের আধিকারিকেরা। বৈকুণ্ঠনাথ সারাঙ্গি নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ওড়িশা ভিজিল্যান্স ডিপার্টমেন্ট। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার হয়েছে। আজ অর্থাৎ শনিবার তাঁর কর্মজীবনের শেষ দিন। আর শুক্রবার ওড়িশার এই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।
ওড়িশার ভিজিল্যান্স দফতরের অধিকর্তা যশবন্ত জেঠওয়া জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ ২ কোটি ৫১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কার্টনে ভরে টাকার বান্ডিলগুলি ঘরের ভিতরে লুকিয়ে রেখেছিলেন ইঞ্জিনিয়ার। সরকারি ইঞ্জিনিয়ার হয়ে বিপুল সম্পত্তির মালিক কীভাবে হলেন , কোথায় কোথায় সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । নগদ টাকা ছাড়াও একাধিক জায়গায় বাড়ি, ফ্ল্যাট এবং জমির হদিস মিলেছে বলে পুলিশ সূত্রের খবর।
সূত্রের খবর, অঙ্গুলের কারাদাগাড়িয়ায় একটি বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছেন ইঞ্জিনিয়ারের। ওই জেলারই মাতিয়া সাহিতে আরও একটি দোতলা বাড়ি রয়েছে বৈকুণ্ঠনাথের। এ ছাড়াও ভুবনেশ্বরের দুমদুমায় ১৫৩০ বর্গফুটের একটি ফ্ল্যাট, পুরীর পিপিলিতে ১১০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। সাতটি জমি রয়েছে ভুবনেশ্বর এবং অঙ্গুলের বাইরে। তার মধ্যে অঙ্গুলে রয়েছে তিনটি জমি। পুরীতে রয়েছে চারটি। শেয়ার বাজারেও আড়াই কোটির বেশি টাকা বিনিয়োগ করেছেন। ব্যাঙ্ক এবং বিমা মিলিয়ে দেড় কোটি টাকা বিনিয়োগ করেছেন ইঞ্জিনিয়ার। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর স্ত্রীর নামে টাকা গচ্ছিত রয়েছে। একটি চারচাকা গাড়ি রয়েছে।
Anti-Corruption vigilance detects cash over Rs 2.1 crore at Houses of a Chief Engineer in Odisha pic.twitter.com/MvFstrBpSN
— arabinda mishra (@arabindamishra2) May 30, 2025