১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলে-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

চামেলি দাস
  • আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
  • / 322

পুবের কলম ওয়েবডেস্ক:  শুক্রবার উত্তরাখণ্ডের বহুল আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে পাউড়ির একটি আদালত। জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রীনা নেগি প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত সহ তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এর পাশাপাশি প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। শুক্রবার সকালে অঙ্কিতার মা সোনি দেবী বলেন, ‘আমি অভিযুক্তদের ফাঁসির দাবি করছি।’ অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভান্ডারীও অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য যে, ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারি পাউরি গাড়ওয়ালের একটি রিসোর্টে কাজ করতেন এবং ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাকে খুন করা হয়।  কারণ তিনি একজন ভিআইপি অতিথিকে ‘বিশেষ পরিষেবা’ প্রদান করতে রাজি হননি। অঙ্কিতা হত্যার ছয় দিন পর, তার মৃতদেহ একটি খাল থেকে উদ্ধার করা হয়। অঙ্কিতা হত্যার অভিযোগে রিসর্টের মালিক এবং বহিষ্কৃত বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য এবং তার সহযোগী সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এই সময়ে, প্রধান অভিযুক্ত পুলকিত নিজেকে নির্দোষ দেখানোর জন্য অঙ্কিতার নিখোঁজ হওয়ার রিপোর্টও দায়ের করেছিলেন। অঙ্কিতা নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। খাল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

পুলিশের গাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়িতে ভাঙচুর চালিয়ে পুলিশের হেফাজত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। প্রবল জনরোষের চাপে অবশেষে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার। রাজনৈতিক চাপ বাড়তে থাকায় পুলকিতের বাবা তথা দলের প্রবীণ নেতা বিনোদ আর্যকে বহিষ্কার করে বিজেপি নেতৃত্ব।

গত ২ বছর আট মাস ধরে মামলার শুনানি চলাকালীন মোট ৪৭ জন সাক্ষ্য দিয়েছিলেন। অবশেষে এদিন পুলকিত ও তার রিসর্টের দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনাল আদালত।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলে-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  শুক্রবার উত্তরাখণ্ডের বহুল আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে পাউড়ির একটি আদালত। জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রীনা নেগি প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত সহ তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এর পাশাপাশি প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। শুক্রবার সকালে অঙ্কিতার মা সোনি দেবী বলেন, ‘আমি অভিযুক্তদের ফাঁসির দাবি করছি।’ অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভান্ডারীও অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য যে, ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারি পাউরি গাড়ওয়ালের একটি রিসোর্টে কাজ করতেন এবং ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাকে খুন করা হয়।  কারণ তিনি একজন ভিআইপি অতিথিকে ‘বিশেষ পরিষেবা’ প্রদান করতে রাজি হননি। অঙ্কিতা হত্যার ছয় দিন পর, তার মৃতদেহ একটি খাল থেকে উদ্ধার করা হয়। অঙ্কিতা হত্যার অভিযোগে রিসর্টের মালিক এবং বহিষ্কৃত বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য এবং তার সহযোগী সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এই সময়ে, প্রধান অভিযুক্ত পুলকিত নিজেকে নির্দোষ দেখানোর জন্য অঙ্কিতার নিখোঁজ হওয়ার রিপোর্টও দায়ের করেছিলেন। অঙ্কিতা নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। খাল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

পুলিশের গাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়িতে ভাঙচুর চালিয়ে পুলিশের হেফাজত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। প্রবল জনরোষের চাপে অবশেষে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার। রাজনৈতিক চাপ বাড়তে থাকায় পুলকিতের বাবা তথা দলের প্রবীণ নেতা বিনোদ আর্যকে বহিষ্কার করে বিজেপি নেতৃত্ব।

গত ২ বছর আট মাস ধরে মামলার শুনানি চলাকালীন মোট ৪৭ জন সাক্ষ্য দিয়েছিলেন। অবশেষে এদিন পুলকিত ও তার রিসর্টের দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনাল আদালত।