০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিপদে পড়লে বুমরাহই ত্রাণকর্তা: হার্দিক

চামেলি দাস
  • আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
  • / 137

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাত টাইটন্সকে ২০ রানে হারিয়ে আইপিএলের কোয়ালিফায়ার -২’এ জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেন করতে নেমে রোহিত শর্মা ৮১ রান করলেও মুম্বইয়ের জয়ের অন্যতম কারিগর তারকা জসপ্রীত বুমরাহ। ম্যাচ যখন ক্রমশই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন উইকেট নিয়ে মুম্বইকে ম্যাচে ফিরিয়েছেন বুমরাহ। কোয়ালিফায়ার-২’এ ওঠার পরে সতীর্থর প্রশংসা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

উল্লেখ্য, গুজরাতের সাই সুদর্শন এবং ওয়াশিংটন সু¨র যখন গুজরাতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন, তখন সেই জুটিতে ভাঙন ধরান বুমরাহ।

ম্যাচ শেষ হওয়ার পরে সম্প্রচারকারী চ্যানেলে হার্দিক বলেন, ‘মুম্বইয়ের ফ্ল্যাটের দাম যেমন, বুমরাহ তেমনই মহার্ঘ। ওর মতো বোলারকে দলে পাওয়া যে কোনও অধিনায়কের কাছেই একটা প্লাস পয়েট।  একটা সময় ওরা (গুজরাত টাইটান্স) ভালো রান তুলছিল। তখন রান আটকানোর খুব দরকার ছিল। সেই সময়ই বুমরাহকে বল করতে ডাকি। ও এসে আমাদের ম্যাচে ফিরিয়ে আনে।’

হার্দিক আরও বলেন, ‘বুমরাহ থাকলে অধিনায়কের চিন্তা থাকে না। যখনই মনে হবে, দল বিপদে পড়েছে তখনই বুমরাহকে ডেকে নাও।’  উল্লেখ্য, যে ওভারে বুমরাহ ওয়াশিংটন সু¨রকে আউট করেন, তার ঠিক আগেই মুম্বই কোচ মাহেল জয়বর্ধনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। তারপরেই বিধ্বংসী ইয়র্কারে সু¨রের উইকেট ছিটকে দেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপদে পড়লে বুমরাহই ত্রাণকর্তা: হার্দিক

আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাত টাইটন্সকে ২০ রানে হারিয়ে আইপিএলের কোয়ালিফায়ার -২’এ জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেন করতে নেমে রোহিত শর্মা ৮১ রান করলেও মুম্বইয়ের জয়ের অন্যতম কারিগর তারকা জসপ্রীত বুমরাহ। ম্যাচ যখন ক্রমশই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন উইকেট নিয়ে মুম্বইকে ম্যাচে ফিরিয়েছেন বুমরাহ। কোয়ালিফায়ার-২’এ ওঠার পরে সতীর্থর প্রশংসা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

উল্লেখ্য, গুজরাতের সাই সুদর্শন এবং ওয়াশিংটন সু¨র যখন গুজরাতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন, তখন সেই জুটিতে ভাঙন ধরান বুমরাহ।

ম্যাচ শেষ হওয়ার পরে সম্প্রচারকারী চ্যানেলে হার্দিক বলেন, ‘মুম্বইয়ের ফ্ল্যাটের দাম যেমন, বুমরাহ তেমনই মহার্ঘ। ওর মতো বোলারকে দলে পাওয়া যে কোনও অধিনায়কের কাছেই একটা প্লাস পয়েট।  একটা সময় ওরা (গুজরাত টাইটান্স) ভালো রান তুলছিল। তখন রান আটকানোর খুব দরকার ছিল। সেই সময়ই বুমরাহকে বল করতে ডাকি। ও এসে আমাদের ম্যাচে ফিরিয়ে আনে।’

হার্দিক আরও বলেন, ‘বুমরাহ থাকলে অধিনায়কের চিন্তা থাকে না। যখনই মনে হবে, দল বিপদে পড়েছে তখনই বুমরাহকে ডেকে নাও।’  উল্লেখ্য, যে ওভারে বুমরাহ ওয়াশিংটন সু¨রকে আউট করেন, তার ঠিক আগেই মুম্বই কোচ মাহেল জয়বর্ধনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। তারপরেই বিধ্বংসী ইয়র্কারে সু¨রের উইকেট ছিটকে দেন তিনি।