কেরলের ভোটে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস
- আপডেট : ১ জুন ২০২৫, রবিবার
- / 134
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১৯ জুন দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে। এবার কেরলেও লড়বে তৃণমূল কংগ্রেস।
রবিবার তৃণমূলের তরফে এই কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল। প্রাক্তন নির্দল বিধায়ক পিভি আনবরকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আনবর দলীয় প্রতীক পেয়েছেন। এবার তাঁকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
আনবর কেরলে তৃণমূল কংগ্রেস আহ্বায়ক পদে আছেন। তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে বিধানসভা সচিবালয় থেকে আগেই শংসাপত্র পেয়েছেন। আগামী সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেন খবর।
রবিবার তৃণমূল কংগ্রেসের জাতীয় নেতৃত্বের একটি দল কেরলে পৌঁছায়। ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন পিভি আনবরের বাসভবনে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়। তারপর তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।




























