২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঞ্জাবে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু জসবীর সিং

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্ক: গুপ্তচরবৃ্ত্তির অভিযোগ পুলিশের জালে আরও এক সন্দেহভাজন ব্যক্তি। বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জসবীর সিংকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির মতোই ইউটিউবার এবং একাধিকবার পাকিস্তানে গিয়েছিল।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা ভারতের সন্দেহভাজনদের পাকড়াও করতে কোমর বেঁধে নামেন দেশের গোয়েন্দারা। গ্রেফতার করা হয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি বলে খবর। পাঞ্জাবের মোহালির স্পেশাল অপারেশন সেল রূপনগর জেলার মোহলান গ্রাম থেকে গ্রেফতার করা হয় জসবীর সিংকে। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেন, জান মহল নামে একটি ইউটিউব চ্যানেল ছিল অভিযুক্তের। যার সাবস্ক্রাইবার ছিল এক মিলিয়নের বেশি।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

তদন্তকারীদের সূত্রে খবর, জসবীর পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জঠ রান্ধাবার সঙ্গে যোগাযোগ রেখে চলত। পাশাপাশি হরিয়ানার ইউটিউবার যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ আগেই গ্রেফতার করেছে সেই জ্যোতি মালহোত্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। তদন্তকারীদের দাবি, পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের। এই দানিশকে ইতিমধ্যেই দেশছাড়া করেছে ভারত সরকার। দানিশের আমন্ত্রণে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জসবীর। জ্যোতির মত জসবীরও  পাক সেনা ও আইএসআই-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

তদন্তকারীদের দাবি, ২০২০, ২১ ও ২০২৪ সালে তিন দফায় পাকিস্তান যান জসবীর। পুলিশ অভিযুক্তের মোবাইল-সহ অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঞ্জাবে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু জসবীর সিং

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুপ্তচরবৃ্ত্তির অভিযোগ পুলিশের জালে আরও এক সন্দেহভাজন ব্যক্তি। বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জসবীর সিংকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির মতোই ইউটিউবার এবং একাধিকবার পাকিস্তানে গিয়েছিল।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা ভারতের সন্দেহভাজনদের পাকড়াও করতে কোমর বেঁধে নামেন দেশের গোয়েন্দারা। গ্রেফতার করা হয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি বলে খবর। পাঞ্জাবের মোহালির স্পেশাল অপারেশন সেল রূপনগর জেলার মোহলান গ্রাম থেকে গ্রেফতার করা হয় জসবীর সিংকে। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেন, জান মহল নামে একটি ইউটিউব চ্যানেল ছিল অভিযুক্তের। যার সাবস্ক্রাইবার ছিল এক মিলিয়নের বেশি।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

তদন্তকারীদের সূত্রে খবর, জসবীর পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জঠ রান্ধাবার সঙ্গে যোগাযোগ রেখে চলত। পাশাপাশি হরিয়ানার ইউটিউবার যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ আগেই গ্রেফতার করেছে সেই জ্যোতি মালহোত্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। তদন্তকারীদের দাবি, পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের। এই দানিশকে ইতিমধ্যেই দেশছাড়া করেছে ভারত সরকার। দানিশের আমন্ত্রণে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জসবীর। জ্যোতির মত জসবীরও  পাক সেনা ও আইএসআই-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

তদন্তকারীদের দাবি, ২০২০, ২১ ও ২০২৪ সালে তিন দফায় পাকিস্তান যান জসবীর। পুলিশ অভিযুক্তের মোবাইল-সহ অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি