ভারত-পাক উত্তেজনায় অনিশ্চিত এশিয়া কাপ আয়োজন

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 107
পুবের কলম ওয়েবডেস্ক: সেপ্টেম্বরে টি-২০ ফর্ম্যাটে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে এখনও পর্যন্ত নিশ্চিত নয়, এই বড় টুর্নামেন্টটা নির্ধারিত সময়ে হবে কি না।
কারণ, টুর্নামেন্টের আয়োজক ভারত এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। সম্প্রতি টানা চার দিন যুদ্ধের পর এক মাস আগে যুদ্ধবিরতির ঘোষণা হয়। তবে সম্পর্কের অবনতি তাতে পুরোপুরি থামেনি।
এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, ‘বোর্ডের ভিতরে এশিয়া কাপ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা পুরো সময়টা ব্যস্ত ছিলাম আইপিএল নিয়ে। এরপর ভারতের ইংল্যান্ড সফর আছে। এই বিষয়গুলিই এখন আমাদের মূল লক্ষ্য।
এশিয়া কাপ আয়োজিত হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়।’ ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে পাকিস্তান কি তাতে অংশগ্রহণ করবে? এর উত্তরে পিসিবি নিশ্চিত করেনি যে তারা ভারতের মাটিতে এশিয়া কাপে অংশগ্রহণ করবে কি না।
এ ব্যাপারে তারা শুধু জানিয়েছে, সময় এলে নিজেদের সিদ্ধান্ত জানাব।এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি, এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে, মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করেছে এসিসি। শ্রীলঙ্কায় শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল মেয়েদের এশিয়া কাপ। যদিও তা স্থগিত হয়েছে বৃষ্টিপাত ও চিকুনগুনিয়া ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায়।