টানটান উত্তেজনায় আজ রাজ্যে চার আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
- আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্কঃ খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায় রাজ্যের চার আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে গেল সকাল সাতটা থেকে।
আজ (শনিবার) রাজ্যের চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচন।চলছে। উল্লেখ্য গত বিধানসভা ভোটে সেই চার আসনে ফলাফল ছিল ২-২। পরে দিনহাটা আসনে জয়ী নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জয়ী জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।
অন্যদিকে, খড়দহ এবং গোসাবা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু ভোটের ফল প্রকাশের আগে মারা যান খড়দহের প্রার্থী কাজল সিনহা। ভোটের ফল প্রকাশের পর মৃত্যু হয় গোসাবার জয়ী প্রার্থী জয়ন্ত নস্করের।
দিনহাটা এবং শান্তিপুর আসনটি ধরে রাখতে মরীয়া বিজেপি। অন্যদিকে এই দুটি আসনে জয়ী হয়ে নিজেদের বিধায়ক সংখ্যা আরও বাড়িয়ে নিতে চায় জোড়াফুল শিবির।