চায়ের সঙ্গে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চা-বিক্রেতা

- আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার
- / 123
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। নরেন্দ্রপুর থানার গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লা পট্টির একটি চায়ের দোকানের ঘটনা৷ গ্রেফতার অভিযুক্ত। বুধবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
মোবাইল-সহ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক জিনিস৷ সমস্ত কিছু পরীক্ষা করে দেখছে পুলিশ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে খবর, গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টিতে সোমনাথ পণ্ডার চায়ের দোকান আছে৷ এই দোকানেই রাত্রি ১০টা নাগাদ চা খেতে যান ওই নার্স৷
এছাড়া সোমনাথ পণ্ডার সাহায্যে তার স্বামীর কাছে টাকা পাঠানোর দরকার ছিল বলে ও জানায় নির্যাতিতা৷ তার স্বামী ভিনরাজ্যে কর্মরত৷ দোকানে বসে কথা বলার সময় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলে দাবি৷ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন বলে খবর৷
জ্ঞান ফিরলে পোশাকহীন অবস্থায় নিজেকে পান ওই নার্স। গোটা ঘটনাটি তিনি তাঁর পরিবারকে জানান৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দির আবেদন করা হবে, পুলিশ সূত্রে খবর৷