দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 103
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন।
আর এই ভয়াবহ দুর্ঘটনার পর আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও বিমানই বৃহস্পতিবার আর বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়বে না বা অবতরণ করবে না। কলকাতা থেকে আহমেদাবাদ ও আহমেদাবাদ থেকে কলকাতাগামী সমস্ত বিমান বাতিল করা হল।
কলকাতা বিমানবন্দরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদ থেকে কলকাতাগামী দুটি বিমান বাতিল করা হয়েছে। আর একটি বিমান বৃহস্পতিবার দুপুর ১.৩৫ মিনিটে আহমেদাবাদের উদ্দেশে উড়েছিল। কিন্তু বিমান দুর্ঘটনার খবর পেতেই সেটি ঘুরিয়ে ফের কলকাতায় অবতরণ করানো হয়। এছাড়া বিকেল ৪টে ১০ ও রাত ৯.২৫ এর দুটি আহমেদাবাদগামী বিমান বাতিল করা হয়েছে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার আহমেদাবাদ – লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।
Flight operations resume at Ahmedabad airport, says Ministry of Civil Aviation pic.twitter.com/GjxvxLGbw6
— ANI (@ANI) June 12, 2025