২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টি-২০-তে দ্রুততম ১৫০, এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা ফিন অ্যালেনের

পুবের কলম ওয়েবডেস্ক: ব্যাট হাতে টি-২০ ক্রিকেটে অভাবনীয় রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমে ফিফটি করেন মাত্র ২০ বলে, এরপর পরের ১৪ বলে পৌঁছান সেঞ্চুরিতে। ৩৪ বলে সেঞ্চুরি করা এই ইনিংস এমএলসির ইতিহাসে দ্রুততম এবং টি-২০’র ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

শুধু তাই নয়, ৪৯ বলে তিনি পৌঁছান দেড়শো রানে। যেটা টি-২০তে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। এর আগে ৫২ বলে দেড়শো করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। এই দুই রেকর্ডের পাশাপাশি এক বছরে এক ইনিংসে সর্বোচ্চ ১৯টি ছক্কার নতুন বিশ্বরেকর্ড এখন তারই দখলে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

অ্যালেনের ব্যাট থেকে আসে ১৫১ রান, যার মধ্যে ছিল মাত্র ৫টি চার, আর বিশ্বরেকর্ড গড়া ১৯টি ছক্কা। এতদিন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ১৮টি, যেটি ২০১৭ সালে বিপিএলে গড়েছিলেন ক্রিস গেইল।

আরও পড়ুন: ব্যাটে ঘুসি মেরে হাত ভেঙে,ফাইনালে মাঠের বাইরে কিউয়ি কনওয়ে

ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাঠে নামেন অ্যালেন। তার দানবীয় ইনিংসের ওপর ভর করে ফ্রান্সিসকো ইউনিকর্ন তোলে ৫ উইকেটে ২৬৯ রান। এটাই এমএলসির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অ্যালেন ছাড়াও সঞ্জয় কৃষ্ণমুর্তি করেন ৩৬ এবং হাসান খান ৩৮ রান।

আরও পড়ুন: সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৪৬ রানে অলআউট হয়ে যায়। রাচিন রবীন্দ্র করেন সর্বোচ্চ ৪২ রান এবং মিচেল ওয়েন ৩৯। ফ্রান্সিসকোর পক্ষে হারিস রউফ ও হাসান খান নেন সমান ৩টি করে উইকেট। এতে ম্যাচটি শেষ হয় ফ্রান্সিসকোর ১২৩ রানের বিশাল জয় দিয়ে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টি-২০-তে দ্রুততম ১৫০, এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা ফিন অ্যালেনের

আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ব্যাট হাতে টি-২০ ক্রিকেটে অভাবনীয় রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমে ফিফটি করেন মাত্র ২০ বলে, এরপর পরের ১৪ বলে পৌঁছান সেঞ্চুরিতে। ৩৪ বলে সেঞ্চুরি করা এই ইনিংস এমএলসির ইতিহাসে দ্রুততম এবং টি-২০’র ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

শুধু তাই নয়, ৪৯ বলে তিনি পৌঁছান দেড়শো রানে। যেটা টি-২০তে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। এর আগে ৫২ বলে দেড়শো করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। এই দুই রেকর্ডের পাশাপাশি এক বছরে এক ইনিংসে সর্বোচ্চ ১৯টি ছক্কার নতুন বিশ্বরেকর্ড এখন তারই দখলে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

অ্যালেনের ব্যাট থেকে আসে ১৫১ রান, যার মধ্যে ছিল মাত্র ৫টি চার, আর বিশ্বরেকর্ড গড়া ১৯টি ছক্কা। এতদিন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ১৮টি, যেটি ২০১৭ সালে বিপিএলে গড়েছিলেন ক্রিস গেইল।

আরও পড়ুন: ব্যাটে ঘুসি মেরে হাত ভেঙে,ফাইনালে মাঠের বাইরে কিউয়ি কনওয়ে

ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাঠে নামেন অ্যালেন। তার দানবীয় ইনিংসের ওপর ভর করে ফ্রান্সিসকো ইউনিকর্ন তোলে ৫ উইকেটে ২৬৯ রান। এটাই এমএলসির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অ্যালেন ছাড়াও সঞ্জয় কৃষ্ণমুর্তি করেন ৩৬ এবং হাসান খান ৩৮ রান।

আরও পড়ুন: সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৪৬ রানে অলআউট হয়ে যায়। রাচিন রবীন্দ্র করেন সর্বোচ্চ ৪২ রান এবং মিচেল ওয়েন ৩৯। ফ্রান্সিসকোর পক্ষে হারিস রউফ ও হাসান খান নেন সমান ৩টি করে উইকেট। এতে ম্যাচটি শেষ হয় ফ্রান্সিসকোর ১২৩ রানের বিশাল জয় দিয়ে।