২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‌’মদীনার জ্যোতি’ পত্রিকার প্রকাশ

রফিকুল হাসান
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার
  • / 21

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ আধ্যাত্বিক চেতনার মধ্য দিয়ে সাহিত্য চর্চার  এক অনন্য নজির তৈরি করল সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের বালকি গ্রাম থেকে প্রকাশিত ইসলামি পত্রিকা ‘মদীনার জ্যোতি’। সম্প্রতি স্বরূপনগর ওসিয়াহ হাই মাদ্রাসার সভাঘরে একটি মননশীল সাহিত্য সভায় এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে পত্রিকাটি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হিফজুর রহমান। 

সম্পাদক মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান জানান,  ধর্মীয় চেতনার মধ্য দিয়ে সুশিক্ষা অর্জন ও সাহিত্য চর্চাই মদীনার জ্যোতির উপজীব্য। আমরা চাই একজন হাক্কানী  আলেম  দ্বীনি জলসায় বক্তব্যের পাশাপাশি তাঁর লেখনীর মধ্য দিয়ে মদীনার জ্যোতি পত্রিকার মাধ্যমে দ্বীনের খেদমত করুক। এক ঝাঁক প্রবীণ ও নবীন কবি, লেখকদের মিলিত প্রয়াসে এই ইসলামভিত্তিক সাহিত্যচর্চার পত্রিকাটির পথচলা শুরু হল। 

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট গবেষক লেখক ড. আব্দুল কাইয়ুম, বিশিষ্ট  লেখক ডা. সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক কাসেম আলী, কবি আমীর আলী, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক, পত্রিকার সভাপতি মাকফুর রহমান, সহ-সম্পাদক সরবত আলি মন্ডল, সাধারণ সম্পাদক কবি আনারুল হক, সিকান্দার আলি, স্বরুপনগর বার্তার সাংবাদিক শামীম সরদার, মাওলানা শামসুদ্দোহা  কাসেমী, কবি মনিরুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন: বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু’হাজার কর্মীর

আরও পড়ুন: শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‌’মদীনার জ্যোতি’ পত্রিকার প্রকাশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ আধ্যাত্বিক চেতনার মধ্য দিয়ে সাহিত্য চর্চার  এক অনন্য নজির তৈরি করল সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের বালকি গ্রাম থেকে প্রকাশিত ইসলামি পত্রিকা ‘মদীনার জ্যোতি’। সম্প্রতি স্বরূপনগর ওসিয়াহ হাই মাদ্রাসার সভাঘরে একটি মননশীল সাহিত্য সভায় এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে পত্রিকাটি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হিফজুর রহমান। 

সম্পাদক মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান জানান,  ধর্মীয় চেতনার মধ্য দিয়ে সুশিক্ষা অর্জন ও সাহিত্য চর্চাই মদীনার জ্যোতির উপজীব্য। আমরা চাই একজন হাক্কানী  আলেম  দ্বীনি জলসায় বক্তব্যের পাশাপাশি তাঁর লেখনীর মধ্য দিয়ে মদীনার জ্যোতি পত্রিকার মাধ্যমে দ্বীনের খেদমত করুক। এক ঝাঁক প্রবীণ ও নবীন কবি, লেখকদের মিলিত প্রয়াসে এই ইসলামভিত্তিক সাহিত্যচর্চার পত্রিকাটির পথচলা শুরু হল। 

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট গবেষক লেখক ড. আব্দুল কাইয়ুম, বিশিষ্ট  লেখক ডা. সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক কাসেম আলী, কবি আমীর আলী, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক, পত্রিকার সভাপতি মাকফুর রহমান, সহ-সম্পাদক সরবত আলি মন্ডল, সাধারণ সম্পাদক কবি আনারুল হক, সিকান্দার আলি, স্বরুপনগর বার্তার সাংবাদিক শামীম সরদার, মাওলানা শামসুদ্দোহা  কাসেমী, কবি মনিরুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন: বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু’হাজার কর্মীর

আরও পড়ুন: শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট