২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ স্থানান্তর

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 299

পুবের কলম ওয়েবডেস্ক: তীব্র শারীরিক জটিলতার কারণে তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ স্থানান্তরিত করা হচ্ছে। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে তাঁর যা শারীরিক অবস্থা, তাতে AIIMS-এ ভর্তি করালে উন্নত চিকিৎসার সম্ভাবনা বেশি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিসে ভুগছেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি গত শনিবার থেকেই চিকিৎসাধীন।

অক্সিজেন সাপোর্টে থাকা সাংসদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বোর্ড গঠন করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তাঁর চিকিৎসা করা হলেও, দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় তাঁকে দিল্লি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সে স্থানান্তর করা হয় এবং গ্রিন করিডর তৈরি করে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। এই বিশেষ ফ্লাইটে সব ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে বিজেপি সূত্রে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সূত্রের দাবি, সাংসদকে হাসপাতালে ভর্তি করার দিন থেকেই প্রধানমন্ত্রীর দফতর (PMO) তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যে কোনও প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আশাবাদী যে, AIIMS-এ উন্নত চিকিৎসার মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন: বেশি অপরাধ বজরং, আরএসএস-এর, বলেও সিদ্ধারামাইয়া নির্দোষ কোর্টে

এই ঘটনার উপর গোটা রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকলেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা। তাঁর প্রতি সকলের শুভকামনা রইল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ স্থানান্তর

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তীব্র শারীরিক জটিলতার কারণে তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ স্থানান্তরিত করা হচ্ছে। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে তাঁর যা শারীরিক অবস্থা, তাতে AIIMS-এ ভর্তি করালে উন্নত চিকিৎসার সম্ভাবনা বেশি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিসে ভুগছেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি গত শনিবার থেকেই চিকিৎসাধীন।

অক্সিজেন সাপোর্টে থাকা সাংসদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বোর্ড গঠন করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তাঁর চিকিৎসা করা হলেও, দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় তাঁকে দিল্লি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সে স্থানান্তর করা হয় এবং গ্রিন করিডর তৈরি করে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। এই বিশেষ ফ্লাইটে সব ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে বিজেপি সূত্রে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সূত্রের দাবি, সাংসদকে হাসপাতালে ভর্তি করার দিন থেকেই প্রধানমন্ত্রীর দফতর (PMO) তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যে কোনও প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আশাবাদী যে, AIIMS-এ উন্নত চিকিৎসার মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন: বেশি অপরাধ বজরং, আরএসএস-এর, বলেও সিদ্ধারামাইয়া নির্দোষ কোর্টে

এই ঘটনার উপর গোটা রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকলেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা। তাঁর প্রতি সকলের শুভকামনা রইল।