০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিকবক্সিং আন্ডার-১৪-এ সোনা জিতলেন ১৩ বছরে কাশ্মীরি মেয়ে তাজামূল ইসলাম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওয়ার্ল্ড কিকবক্সিংয়ে (world kickboxing) সোনা পেলেন (Kashmiri Girl Wins Gold Medal) ১৩ বছরের ছোট্ট মেয়ে তাজামূল ইসলাম (Tajamul Islam) । কাশ্মীর নিবাসী তাজামূল আন্ডার-১৪ ক্যাটাগোরিতে এই স্বর্ণপদক জয়ী হয়েছেন। গত ২২ অক্টোবর এই আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কায়রোতে। গত ১৮ থেকে ২৪ অক্টোবর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাজামূল। তাজামূল প্রথম কাশ্মীরি মেয়ে যে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে।

খেলায় তাজামূল ফাইনালে আর্জেটিয়ানার লালিনাকে পরাজিত করে। তাজামূল এই ইভেন্টে আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি বাউট খেলে। যেখানে প্রথম দুটি ম্যাচে সে স্থানীয় প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয়। তবে তার তৃতীয় ও চতুর্থ বাউটে তার প্রতিযোগীরা ছিল ফ্রান্স ও আর্জেন্টিনার। চূড়ান্ত প্রতিযোগীতার পরে তাজামূল জানান, প্রতিযোগীরা খুব দ্রুত ছিল, কিন্তু আমি আমার মনকে শান্ত রেখেছিলাম। তাজামূল জন্ম হয় শ্রীনগরের তার্কপোরায়। বান্দিপোরা জেলার তার্কপোরা উত্তর কাশ্মীরের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম।

বান্দিপোরার আর্মির গুড উইল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে তাজামূল। এছাড়াও তাজামূল ব্যান্ড অ্যাম্বাসাডর ‘বেটি বেটি বেটি পড়াও’ প্রজেক্টে। তাজামূল জানিয়েছেন, ২০১৬ আন্ডার-৯ ক্যাটাগোরিতে অংশগ্রহণ করে। ৯০টি দেশ অংশগ্রহণ করে।  আট বছর বয়সেই প্রথম স্বর্ণপদক পায় তাজামূল।  

 




 












 
   

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিকবক্সিং আন্ডার-১৪-এ সোনা জিতলেন ১৩ বছরে কাশ্মীরি মেয়ে তাজামূল ইসলাম

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওয়ার্ল্ড কিকবক্সিংয়ে (world kickboxing) সোনা পেলেন (Kashmiri Girl Wins Gold Medal) ১৩ বছরের ছোট্ট মেয়ে তাজামূল ইসলাম (Tajamul Islam) । কাশ্মীর নিবাসী তাজামূল আন্ডার-১৪ ক্যাটাগোরিতে এই স্বর্ণপদক জয়ী হয়েছেন। গত ২২ অক্টোবর এই আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কায়রোতে। গত ১৮ থেকে ২৪ অক্টোবর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাজামূল। তাজামূল প্রথম কাশ্মীরি মেয়ে যে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে।

খেলায় তাজামূল ফাইনালে আর্জেটিয়ানার লালিনাকে পরাজিত করে। তাজামূল এই ইভেন্টে আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি বাউট খেলে। যেখানে প্রথম দুটি ম্যাচে সে স্থানীয় প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয়। তবে তার তৃতীয় ও চতুর্থ বাউটে তার প্রতিযোগীরা ছিল ফ্রান্স ও আর্জেন্টিনার। চূড়ান্ত প্রতিযোগীতার পরে তাজামূল জানান, প্রতিযোগীরা খুব দ্রুত ছিল, কিন্তু আমি আমার মনকে শান্ত রেখেছিলাম। তাজামূল জন্ম হয় শ্রীনগরের তার্কপোরায়। বান্দিপোরা জেলার তার্কপোরা উত্তর কাশ্মীরের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম।

বান্দিপোরার আর্মির গুড উইল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে তাজামূল। এছাড়াও তাজামূল ব্যান্ড অ্যাম্বাসাডর ‘বেটি বেটি বেটি পড়াও’ প্রজেক্টে। তাজামূল জানিয়েছেন, ২০১৬ আন্ডার-৯ ক্যাটাগোরিতে অংশগ্রহণ করে। ৯০টি দেশ অংশগ্রহণ করে।  আট বছর বয়সেই প্রথম স্বর্ণপদক পায় তাজামূল।