৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিল জার্মানি

চামেলি দাস
  • আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
  • / 95

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তার ঝুঁকি এড়াতে তেহরানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে বিদেশে সরিয়ে নিয়েছে জার্মানি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এই সিদ্ধান্ত বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে। তবে তেহরানস্থ জার্মান দূতাবাস এখনো কার্যকর রয়েছে এবং ইরানে অবস্থানরত জার্মান নাগরিকরা দূতাবাসের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া, তাদেরকে দেশে ফেরার জন্য সম্ভাব্য স্থলপথ ব্যবহার সংক্রান্ত পরামর্শও দেওয়া হচ্ছে।

এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ, কারণ ইজরায়েল তেহরানে বিমান হামলা জোরদার করেছে। অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দেওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিক ও কূটনীতিবিদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিল জার্মানি

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তার ঝুঁকি এড়াতে তেহরানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে বিদেশে সরিয়ে নিয়েছে জার্মানি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এই সিদ্ধান্ত বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে। তবে তেহরানস্থ জার্মান দূতাবাস এখনো কার্যকর রয়েছে এবং ইরানে অবস্থানরত জার্মান নাগরিকরা দূতাবাসের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া, তাদেরকে দেশে ফেরার জন্য সম্ভাব্য স্থলপথ ব্যবহার সংক্রান্ত পরামর্শও দেওয়া হচ্ছে।

এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ, কারণ ইজরায়েল তেহরানে বিমান হামলা জোরদার করেছে। অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দেওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিক ও কূটনীতিবিদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।