২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৮ জুন হাজীদের নিয়ে প্রথম বিমান নামবে কলকাতায়

 

 

আরও পড়ুন: হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান

আগামী ২৮ জুন হজ সম্পন্ন করে মদিনা থেকে কলকাতায় ফিরবেন হাজিরা। মঙ্গলবার তারই প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান। রাজ্য হজ কমিটির সদ্যস এবং রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাoাসা শিক্ষা দফতরের কমিশনার শাকিল আহমেদ, হজ কমিটির কার্য্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকিকে নিয়ে বিমান ব¨রের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন। বিমান ব¨র কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং স্পাইজ জেটের আধিকারিকরা বিমান ব¨রে উপস্থিত ছিলেন। হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, হাজিদের পরিষেবা দিতে সদা তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। পবিত্র হজ সম্পন্ন হয়েছে প্রায় দু’সপ্তাহ আগেই। ইতিমধ্যে দেশের কয়েকটি রাজ্যে হাজিরা ফিরতে শুরু করেছেন। কলকাতায় দ্বিতীয় পর্যায়ে হাজিরা আসবেন। তার প্রস্তুতি চূড়ান্ত। বিমান ব¨র থেকে হাজীরা সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। হাজীদের সহায়তায় স্বেচ্ছাসেবকরা নিযুক্ত থাকবেন। এ বছরও জমজমের পানি বিমান ব¨র থেকেই দেওয়া হবে। হাজীরা পাসপোর্ট দেখালেই তাঁদের জমজমের পানি তুলে দেওয়া হবে। কমিশনার শাকিল আহমেদ বলেন, হাজীরা ঘরে ফিরবেন তাই প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখতে বিমান ব¨রে এসে ছিলেন অনেকেই। চূড়ান্ত ব্যবস্থা সম্পন্ন। আল্লাহর ঘরের মেহমানদের শুভেচ্ছা জানাতে রাজ্য হজ কমিটি প্রস্তুত। হাজিদের যেন কোন ধরনের সম্মুখিন হতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। বিমান থেকে অবতরণের পর থেকে হাজিদের নিজ নিজ জেলা পাড়ি দেওয়া পর্যন্ত হাজিদের খেদমদের ক্ষেত্রে হজ কমিটির সদস্যদের পাশাপাশি সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা।

আরও পড়ুন: চট্টায় বেঙ্গল হাজি ফোরামের হজ প্রশিক্ষণ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, চাঞ্চল্য এএমইউ জুড়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮ জুন হাজীদের নিয়ে প্রথম বিমান নামবে কলকাতায়

আপডেট : ২৫ জুন ২০২৫, বুধবার

 

 

আরও পড়ুন: হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান

আগামী ২৮ জুন হজ সম্পন্ন করে মদিনা থেকে কলকাতায় ফিরবেন হাজিরা। মঙ্গলবার তারই প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান। রাজ্য হজ কমিটির সদ্যস এবং রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাoাসা শিক্ষা দফতরের কমিশনার শাকিল আহমেদ, হজ কমিটির কার্য্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকিকে নিয়ে বিমান ব¨রের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন। বিমান ব¨র কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং স্পাইজ জেটের আধিকারিকরা বিমান ব¨রে উপস্থিত ছিলেন। হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, হাজিদের পরিষেবা দিতে সদা তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। পবিত্র হজ সম্পন্ন হয়েছে প্রায় দু’সপ্তাহ আগেই। ইতিমধ্যে দেশের কয়েকটি রাজ্যে হাজিরা ফিরতে শুরু করেছেন। কলকাতায় দ্বিতীয় পর্যায়ে হাজিরা আসবেন। তার প্রস্তুতি চূড়ান্ত। বিমান ব¨র থেকে হাজীরা সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। হাজীদের সহায়তায় স্বেচ্ছাসেবকরা নিযুক্ত থাকবেন। এ বছরও জমজমের পানি বিমান ব¨র থেকেই দেওয়া হবে। হাজীরা পাসপোর্ট দেখালেই তাঁদের জমজমের পানি তুলে দেওয়া হবে। কমিশনার শাকিল আহমেদ বলেন, হাজীরা ঘরে ফিরবেন তাই প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখতে বিমান ব¨রে এসে ছিলেন অনেকেই। চূড়ান্ত ব্যবস্থা সম্পন্ন। আল্লাহর ঘরের মেহমানদের শুভেচ্ছা জানাতে রাজ্য হজ কমিটি প্রস্তুত। হাজিদের যেন কোন ধরনের সম্মুখিন হতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। বিমান থেকে অবতরণের পর থেকে হাজিদের নিজ নিজ জেলা পাড়ি দেওয়া পর্যন্ত হাজিদের খেদমদের ক্ষেত্রে হজ কমিটির সদস্যদের পাশাপাশি সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা।

আরও পড়ুন: চট্টায় বেঙ্গল হাজি ফোরামের হজ প্রশিক্ষণ