এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 153
পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদ-লন্ডনগামী বিমান দুর্ঘটনার তদন্তে ‘ব্রেক থ্রু’ পাওয়ার আশা দেখছে তদন্তকারীরা। উড়ানের প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান – ১৭১। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রাণ হারান ২৪১ জন যাত্রী। এর একদিন পর ১৩ জুন ঘটনাস্থল থেকে বিমানটির দু’টি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছিল।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে ব্ল্যাক বক্স দু’টি ক্ষতিগ্রস্ত। তাই দুর্ঘটনার তথ্য সংগ্রহ নিয়ে অনেকের মনে সংশয় ছিল। ব্ল্যাক বক্সগুলির তথ্য উদ্ধারের জন্য আমেরিকা পাঠানো হতে পারে বলে খবর ছিল। যদিও সেই প্রয়োজন পড়েনি।
দুর্ঘটনার পর উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স দু’টি পাঠানো হয় এএআইবির ল্যাবে। সূত্রের খবর, একটি বক্সে থাকে সিভিআর। সিভিআরে রেকর্ড হয় ককপিটের যাবতীয় কথোপকথন। আর অন্য বক্সটিতে থাকে এফডিআর, যেখানে রেকর্ড হয় বিমানের উচ্চতা, গতি, ফ্লাইট কন্ট্রোল, ইঞ্জিন ইত্যাদি সংক্রান্ত তথ্য। ফলে দুর্ঘটনার আসল কারণ জানতে ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া তথ্যের দিকে তাকিয়ে সকলে।
সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুর ২ টোয় প্রথম ব্ল্যাক বক্সটি পৌঁছোয় দিল্লির এএআইবিতে।বিকাল সোয়া ৫ টায় দ্বিতীয় বক্সটিও পৌঁছোয় সেখানে। সেদিন থেকেই শুরু করা হয় তথ্য সংগ্রহের কাজ। আর সেই কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্ল্যাক বক্সের তথ্য সম্পর্কে কোন বিবৃতি দেয়নি এএআইবি।
জানা গিয়েছে তথ্যগুলি বিশ্লেষণ করা এখনও বাকি আছে। ফলে তদন্তকারীরা জানিয়েছেন, সমস্ত বিশ্লেষণের পরই এএআইবি বিবৃতি দেবে বলে সূত্রের খবর।